বাংলা ভাষার অস্তিত্ব সংকটে কিনা, তা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। অভিযোগ উঠেছে, অনেকেই বলে থাকেন যে ‘বাংলাটা আমার ঠিক আসে না।’ এই নিয়ে কয়েক মাস আগে এক জনপ্রিয় রেডিয়ো জকির মন্তব্য ঘিরে উঠেছিল বিতর্কের ঝড়ও। পড়ে তা থেমে গেলেও, বাংলা ভাষা নিয়ে যে আলোচনা তা অব্যাহত। আর এবার একটি পোস্ট শেয়ার করে তা উস্কে দিলেন জনপ্রিয় ইউটিউবার গৌরব তপাদার। তিনি রবিবার তাঁর সমাজমাধ্যমের পাতায় বাগডোগরা বিমানবন্দরের একটি সময়সূচিতে ভুল বাংলা বানানের ছবি ভাগ করে, নিজের ক্ষোভ উগড়ে দেন।
ঘটনা কী ঘটেছে?
রবিবার গৌরব তপাদার তাঁর সমাজমাধ্যমের পাতায় বাগডোগরা বিমানবন্দরের একটি সময়সূচির ছবি শেয়ার করেন। সেই সময়সূচিতে কোন বিমান কখন ছাড়বে, কোথায় যাবে ইত্যাদি লেখা ছিল। আর এর পুরোটাই ছিল বাংলায়। তবে এই সবের পাশাপাশি সেখানে বাংলায় ‘প্রস্থান’-এর বদলে ‘প্রন্থান’ লেখা ছিল। খোদ পশ্চিমবঙ্গের বিমানবন্দরের ভুল বাংলা বানান লেখা সময়সূচি! তা দেখেই সমাজমাধ্যমের পাতায় নিজের ক্ষোভ উগরে দেন গৌরব।
তিনি সেই সময়সূচির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বারবার জুম করে দেখছি, সত্যি কি ভুল দেখছি? ‘প্রস্থান’-এর বদলে ‘প্রন্থান’? বাগডোগরার মতো এয়ারপোর্টে বাংলা ভাষার বানানের এমন ভুল দেখে সত্যিই মনটা খারাপ হয়। নিজের রাজ্যে যখন নিজের ভাষাকেই ভুল বানানে লিখে রাখতে দেখি, তখন নিজের আর নিজের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা হয়। কোন বাংলার দিকে এগিয়ে যাচ্ছি আমরা? একটা ভুল বাংলার দিকে না তো!!’ তারপর চরম বিরক্তি প্রকাশ করে তিনি লেখেন, ‘অথরিটির কান মুলে শেখানো উচিত ‘বাংলাটা ঠিক আসে না’ পাঁয়তারা বাংলায় থেকে করা চলবে না।’
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা কমেন্টে ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘সত্যি দেখে অবাক লাগছে দাদা। আরও কত কিছু দেখতে বাকি আছে… ভবিষ্যৎ প্রজন্ম বাংলা হয়তো শিখবে না।’ আর একজন লেখেন, ‘বাংলা বানান ভুল হলে কোনও ব্যাপার না, অথচ ইংরেজি বানান ভুল হলে অশিক্ষিত বলা হয়।’ আর একজন এসএসসি মামলার প্রসঙ্গ টেনে ব্যঙ্গ করে লেখেন, ‘এয়ারপোর্ট অথরিটিতেও কি ভেজাল কর্মচারি আছে নাকি?’