একদিকে হেভিওয়েট তৃণমূল নেত্রী, অন্য দিকে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ‘লেডি কিলার’ ঋষভ পন্ত। এমন দুটো মানুষ এক ফ্রেমে। তাও আবার ডিনারে। ফেসবুকে এমন ছবি দেখলে, আপনার চোখও কপালে উঠবে বৈকি!
রবিবার বেশ রাতেই এল চমকটা। আর তাও আবার শ্রেয়ার ফেসবুক থেকে। দুটো নিজস্বী। আর তা তুলেছেন ঋষভই। দেখা গেল ব্ল্যাক ড্রেসে শ্রেয়া, আর সিল্কের স্কাই ব্লু শার্ট পরে বসে আছেন ঋষভ। ছবির ক্যাপশনে লেখা, ‘যখন ডিনারে সেলফি তোলে ঋষভ পন্থ। দুই নন ভেজিটেরিয়ান মানুষ ভেজিটেরিয়ান খাবারে মজেছে…’! তবে সত্যি বলতে, খাবারে আর কী আর মন আটকায়। শ্রেয়ার পাশে ঋষভকে দেখে, তাও ডিনারে, সবার মনে একটাই প্রশ্ন ‘কী চলছে’!
শ্রেয়ার লুকস, ফ্যাশন সেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরাবরই টিপটপ থাকেন। কেতাদুরস্ত পোশাক। টেক্কা দিতে পারেন যে কোনো নামি মডেল-অভিনেত্রীকে। অবশ্য নিজেও একসময় বিনোদন জগতের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন। তবে এখন মন দিয়েছেন জনসেবায়। আর ঋষভের পিছনে তো মেয়েদের লম্বা লাইন পড়েই থাকে। এমনকী, উর্বশী রাওতেলার মতো সুন্দরীরাও!
এই পোস্টে একজন কমেন্ট করে সেটাই মনে করিয়ে দিলেন। একটি GIF শেয়ার করলেন, যাতে কপাল কুঁচকে তাকিয়ে আছেন পঙ্কজ ত্রিপাঠি। সেটা দিয়ে লেখা হয়েছে, ‘রাওতেলা ম্যাডামের অবস্থা’। কারও মনে প্রশ্ন, ‘কোনো ভালো খবর কি আসবে?’
৬ বছর আগে যখন শ্রেয়া পাণ্ডে সারোগেসির মাধ্যমে মা হওয়ার খবর দিয়েছিলেন, তখন চমকে গিয়েছিল অনেকেই। কাজের সূত্রে মুম্বই যাতায়াত, সেখানেই একটি বেসরকারি নার্সিংহোমে মেয়ে হয় তাঁর। যার নাম রেখেছেন তাঁরা আদর। ২০১৮ সালের ৩০ অগস্ট জন্ম হয়েছিল শ্রেয়ার মেয়ের। সিঙ্গেল মাদার হিসেবেই আদরকে বড় করেছিলেন সাধন ও দীপ্তি পাণ্ডের মেয়ে।
এদিকে, মাসখানেক আগে ঋষভের সঙ্গে নাম জড়ায় এক সুন্দরীর। তিনি ঈশা নেগি। পন্থের ভক্তরা ঈশা নেগিকে ‘ভাবিজি’ বলে ডাকেন। ইশা ইন্টিরিয়র ডিজাইনার, তিনি উদ্যোগপতি। তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৪৯০ হাজার। এখন দেখার ‘ভাবিজি’ বদলায় নাকি?