বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি বিমানঘাঁটি নির্মাণ করছে চিন। এমনই দাবি করা হল লাইভহিন্দুস্তানের রিপোর্টে। এদিকে চিনা বিমানঘাঁটি সংক্রান্ত তথ্য নাকি ভারতের কাছেও গিয়ে গৌঁছেছে। উল্লেখ্য, বাংলাদেশের লালমনিরহাট জেলা ভারতের ‘চিকেনস নেক’ এলাকার সাথে সংযুক্ত। বাংলাদেশের এই লালমনিরহাট জেলা পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা সংলগ্ন। এই আবহে কৌশলগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল। এহেন পরিস্থিতিতে চিনকে এই এলাকায় বিমানঘাঁটি নির্মাণের অনুমতি দিয়ে ভারতের উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন মহম্মদ ইউনুস। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সেই সময়ই চিনকে এই বিমানঘাঁটি তৈরির অনুমতি দিয়ে এসে থাকতে পারে ইউনুস। তবে এ প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার কোনো উল্লেখ সরকারি নথিতে নেই। এদিকে এই চিন সফরকালেই উত্তরপূর্ব ভারত নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
রিপোর্ট অনুযায়ী, চিন সফরে উত্তরপূর্ব ভারতের ৭ রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইউনুস। তিনি নাকি বলেছিলেন, ‘উত্তর-পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছনোর কোনও উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চিনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে।’ এই পরিস্থিতিতে ইউনুসের সঙ্গে বৈঠক করে মোদী বলেন, এমন কোনও উস্কানিমূলক মন্তব্য করা উচিত নয়, যাতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এদিকে বিমসটেক সম্মেলনের আগে মোদী বলেছিলেন ‘বিমসটেকের অঞ্চলের মধ্যমণি উত্তরপূর্ব ভারত। এই আবহে স্বল্প কথাতেই মোদী বুঝিয়ে দেন, উত্তরপূর্বের এই ৭ রাজ্য শুধু ভারত নয়, বরং বিমসটেক-ভুক্ত দেশগুলির শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরপূর্ব ভারত নিয়ে নরেন্দ্র মোদীর সাম্প্রতিকতম এই সব মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলায় ‘উন্নয়ন প্রকল্পের’ বরাত পেয়েছে চিন। এর জন্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের কমার্শিয়াল অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন করপোরেশন এই বন্দর সম্প্রসারণের দায়িত্বে থাকবে। আগে এই বন্দর উন্নয়নের দায়িত্বে ছিল ভারতীয় এক সংস্থা। তবে ২০২৪ সালে সেই সংস্থা সরে আসে সেই প্রকল্প থেকে। এই আবহে সেখানে চিনা সংস্থা সুযোগকে কাজে লাগিয়েছে।