SSC Verdict। মমতার ঘোষণার পরই রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে পর্ষদ

Spread the love

রাজ্যে ২৬ হাজার চাকরিবাতিল মামলায় রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে আবেদনে অযোগ্য বলে চিহ্নিত নয় এমন চাকরিহারাদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায় কি না তা বিবেচনা করতে আবেদন জানানো হয়েছে। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানান, রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হবে সরকার। তার কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানায় মধ্যশিক্ষা পর্ষদ।

আবেদনে জানানো হয়েছে, SSC নিয়োগ দুর্নীতির রায়ে কিছু পরিমার্জন সম্ভব কি না তা খতিয়ে দেখুক আদালত। বিশেষ করে অযোগ্য বলে চিহ্নিত নয় এমন প্রার্থীদের নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিজেদের কাজ চালিয়ে যেতে দেওয়া সম্ভব কি না তা খতিয়ে দেখা হোক। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে। ওদিকে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ায় স্কুলগুলির পঠনপাঠন ও সরকারি প্রকল্প বাস্তবায়নে ব্যাপক প্রভাব পড়েছে। বহু স্কুল শিক্ষকশূন্য হয়ে গিয়েছে। যার ফলে পরীক্ষা নিতে সমস্যা হচ্ছে। যার ব্যাপক প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের ওপর।

বলে রাখি, ২৬ হাজার চাকরিবাতিল মামলার রায়ে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে পরীক্ষা নিতে বলেছে সুপ্রিম কোর্ট। ৩ মাসের মধ্যে পরীক্ষা নিয়ে শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিলেন তাঁরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *