BJP-র সংখ্যালঘু নেতার বাড়িতে আগুন লাগানো হল

Spread the love

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংখ্যালঘু শাখার মণিপুর ইউনিটের সভাপতি আসকার আলীর বাড়িতে রবিবার রাতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অভিযোগ, তিনি ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করেছিলেন বলে অগুন ধরানো হয় তাঁর বাড়িতে। ঘটনাটি ঘটেছে থৌবাল জেলার লিলংয়ে। এর আগে শনিবার সোশ্যাল মিডিয়ায় ওয়াকফ সংশোধনীর সমর্থনের পোস্ট করেছিলেন আকসার।

এই আবহে রবিবার রাত ৯টা নাগাদ উত্তেজিত জনতা তাঁর বাড়ির বাইরে জড়ো হয়ে ভাঙচুর চালায় এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর আলি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে তিনি তাঁর আগের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এর আগে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ইম্ফল উপত্যকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। মিছিলে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন। যার ফলে লিলংয়ে জাতীয় সড়ক নং ১০২-তে ট্র্যাফিক বিঘ্নিত হয়েছিল।

প্রসঙ্গত, লোকসভার এবং রাজ্যসভাতে পাশ হয়েছে ওয়াকফ (সংশোধনী) বিল। রাজ্যসভায় এই বিলটি পাশ করাতে বিজেপির প্রয়োজন ছিল ১১৯টি ভোটের। তারা সেই সংখ্যা থেকে বেশ কিছুটা বেশি ভোটই পায়। ৩৩ ভোটের ব্যবধানে বিলটি পাশ হয় সংসদের উচ্চকক্ষে। এর পক্ষে পড়েছিল ১২৮টি ভোট, বিপক্ষে পড়ে ৯৫টি ভোট। এর আগে লোকসভায় এই বিলের পক্ষে ভোট দিয়েছিলেন ২৮৮ জন সাংসদ, বিপক্ষে ভোট দিয়েছিলেন ২৩২ জন সাংসদ। আর ৪ এপ্রিল রাতে রাষ্ট্রপতি এই বিলে সই করেন। এই আবহে এটি এখন আইনে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ওয়াকফের অধীনে ভারতে মোট ৮.৭ লক্ষ সম্পত্তি আছে। ৯.৪ লক্ষ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ওয়াকফ। যার আনুমানিক মূল্য ১.২ লক্ষ কোটি টাকা। দেশে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে (২,৩২,৫৪৭, দেশের মোট ওয়াকফ সম্পত্তির ২৭ শতাংশ)। তারপরই তালিকায় আছে পশ্চিমবঙ্গ। রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ৮০ হাজার ৫৪৮টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। বাংলায় ওয়াকফ সম্পত্তির ওপরে রয়েছে ১৫৮টি স্কুল, ৪টি মডেল ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, ১৯টি মুসলিম হস্টেল, ৯টি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। বীরভূমে ওয়াকফের জমির ওপরে রয়েছে একটি শপিং কমপ্লেক্সও। তবে এত সম্পত্তি থাকা সত্ত্বেও ভারতে ওয়াকফের বার্ষিক আয় নাকি মাত্র ১৬৩ কোটি টাকা। এই আবহে বিজেপি ওয়াকফ সম্পত্তি পরিচালনায় গাফিলতির অভিযোগ তুলেছে। এই আবহে ওয়াকফ পরিচালনায় স্বচ্ছতা আনতেই নাকি এই সংশোধনী আইন আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *