নিজেদের বঙ্গোপসাগরের ‘গার্ডিয়ান’ আখ্যা দিয়েছিলেন মহম্মদ ইউনুস। সেই সাগরেই তলিয়ে যাবে বাংলাদেশের একের পর এক জেলা। এমনই বিস্ফোরক দাবি করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর কথায়, বাংলাদেশের মানচিত্র বদলে যেতে পারে জলবায়ু পরিবর্তনের জেরে। তাঁর দাবি, এই পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে আছে।
রিপোর্ট অনুযায়ী, ঢাকার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ‘জাতীয় নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনুস সরকারের এই উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। জলবায়ু পরিবর্তনের জেরে উপকূল ধ্বংস হয়ে যেতে পারে। বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে।’ তিনি দাবি করেন, আর আড়াই দশকের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়তে পারে। যার জেরে বাংলাদেশের উপকূলীয় ২১টি জেলা ডুবে যেতে পারে। কয়েক কোটি মানুষ গৃহহীন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন বাংলাদেশি উপদেষ্টা।
এদিকে দূষণরোধ অভিযানে সেনার সহায়তা চান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘ভবিষ্যতে সেনাবাহিনীর কাজ শুধুমাত্র দুর্যোগ ব্যবস্থাপনা সীমাবদ্ধ থাকবে না। বরং জলবায়ু এবং উদ্বাস্তু ব্যবস্থাপনাতেও সেনাবাহিনীকে হাত লাগাতে হতে পারে। এটা শুধু গাছ বাঁচানোর লড়াই নয়, এটা দেশ বাঁচানোর লড়াই। আমরা ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম এক ভিন্ন বাংলাদেশ পাবে, যা আজকের মানচিত্রে কল্পনাও করা যায় না।’
সম্প্রতি চিনে গিয়ে উত্তরপূর্ব ভারত নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। আর সেই মন্তব্যের জবাবে এবার বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিপ্রা মোথা নেতা তথা ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মাণিক্য। রিপোর্ট অনুযায়ী, চিন সফরে উত্তরপূর্ব ভারতের ৭ রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইউনুস। তিনি নাকি বলেছিলেন, ‘উত্তর-পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছনোর কোনও উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি (গার্ডিয়ান বা অভিভাবক)। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চিনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে।’ ইউনুসের এই মন্তব্য ভারতের উদ্দেশে প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখেছিলেন অনেকেই। তবে এই ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঝেই জলবায়ু পরিবর্তনই বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। এই আবহে ‘গার্ডিয়ান’ বাংলাদেশেরই ১২টা বাজাতে পারে বঙ্গোপসাগর।