‘৩ বার ঠকিয়েছে…’! দাবি চাহালের চর্চিত বান্ধবী আরজে মাহভাশের

Spread the love

ডিভোর্সের পর থেকে ইসরগরম হল যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশের মধ্যে প্রেমচর্চা। একাধিকবার একসঙ্গে দেখা দিয়েছেন দুজনে। যদিও প্রেমের কথা একপ্রকার উড়িয়েই দিয়েছেন সুন্দরী আরজে। তবে সম্প্রতি নিজেই খোলসা করেছেন যে,একসময় বাগদানের আগে, তাঁর হবু স্বামী তাঁকে বেশ কয়েকবার ঠকিয়েছেন।

পডকাস্ট ‘দ্য গুড গার্লস শো’-তে আরজে মাহভাশ তাঁর আর চাহালের প্রেমের খবর উড়িয়ে দিয়ে বলেন তিনি ‘ভেরি মাচ সিঙ্গল’ (একদম একা)। সঙ্গে দাবি করেন, ক্যাজুয়াল ডেটিং একেবরেই পছন্দ নয় তাঁর। তখনই সম্পর্কে যান, যখন বিয়ের কথা ভাবেন। নিজেকে ধুম-এর আলির সঙ্গে তুলনা করে বলেন যে, ‘আমিও বাচ্চা আর ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করে দেই’।

আর এই পডকাস্টেই নিজের জীবনের একটি বেদনাময় অতীত তুলে ধরেন তিনি। জানা, তাঁর একবার এমন একজনের সঙ্গে বাগদান হয়েছিল, যে তাঁর সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছিল। ‘সে একবার নয়, তিনবার আমার সঙ্গে প্রতারণা করেছিল’, বলেন তিনি।

মাহাভাশ প্রকাশ করেন যে, মাত্র ১৯ বছর বয়সে নিজের শহর আলিগড়ে তাঁর বাগদান হয়েছিল। তবে ২১ বছর বয়সে তিনি সেই বাগদান ভেঙে বেরিয়ে আসেন। হবু স্বামী ঠকাচ্ছে জানার পরও প্রথম প্রথম, সামাজিক কলঙ্কের ভয়ে চুপ থাকা বেছে নিয়েছিলেন। বললেন, ‘প্রথম দু’ বার, আমি চুপ করে ছিলাম, ভেবেছিলাম এটি আমার নাম খার করবে। কিন্তু কেউ কত সহ্য করতে পারে?’

আরজে মাহভাশ এই প্রসঙ্গে আরও জানান যে, এই ঘটনা তাঁকে মানসিকভাবে আঘাত হেনেছিল। আত্মবিশ্বাসে আঘত হেনেছিল। তিনি ভাবতে শুরু করেছিলেন, নিশ্চয়ই সেই অন্য মহিলা বেশি ভালো। তিনি জানান, ‘তুমি মনে করো যে, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, কারণ অন্য মহিলাটি বেশি ভালো ছিল। তুমি আয়নার সামনে বারবার তোমার পোশাক পরীক্ষা করো, দেখার জন্য সব ঠিক আছে কি না।’

মানসিক চাপ এতটাই তীব্র ছিল যে তিনি অসুস্থ হয়ে পড়েন। ‘আমি ইনজেকশন নিচ্ছিলাম, প্যানিক অ্যাটাক হয়েছিল এবং আমাকে (হাসপাতালে) ভর্তি হতে হয়েছিল’, জানান মাহভাশ। সঙ্গে আরও জানান যে, ‘বাবা-মার কাছে আমার ডাক্তার বারবার জানতে চাইতেন যে, কোনো সমস্যা আছে কি না! কিন্তু আমি তাঁদের বলতে পারিনি যে, আমি যার সঙ্গে বাগদান নিয়ে তাঁদের সঙ্গে এত লড়াই করেছিলাম, সেই ছেলেটির কারণেই আমার আজকে এই অবস্থা।’

চাহাল ও মহভাশকে নিয়ে চর্চা:

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে গ্যালারিতে চাহাল-মাহভাশের ঘনিষ্ঠতা ভাইরাল হয়। অবশ্য, এর আগেও ২০২৪ সালের বড়দিনে মাহভাশের সঙ্গে চাহালের ফোটো ছড়িয়ে পড়েছিল। আর সবটাই হয়, যবে থেকে জানা যায় যে, চাহাল ও ধনশ্রী ডিভোর্সের পথে হাঁটছেন।

২০২০ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চাহাল এবং ধনশ্রী। জানা গিয়েছে, খাতায়কলমে বিয়ের মাত্র ১৯ মাসেই তাঁরা আলাদা হয়েছেন। যদিও আইনি ভাবে ডিভোর্সের তারিখ হল, ২০২৫ সালের ২০ মার্চ। প্রাক্তন স্ত্রী ধনশ্রীকে খোরপোশে ৪.৭৫ কোটি দেবেন চাহাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *