মাইক্রোসফ্‌টকে নিশানা!শিরোনামে ভারতীয় বংশোদ্ভূত তরুণী

Spread the love

মাইক্রোসফটের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মঞ্চে গাজায় ইজরায়েলের গণহত্যার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানিয়ে চাকরি ছেড়েছেন ভারতীয় বংশোদ্ভূত সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার ভানিয়া আগরওয়াল।আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং সংস্থার প্রতিষ্ঠাতা বিল গেটস এবং বর্তমান সিইও সত্য নাদেলা। ইজরায়েল সরকারের সঙ্গে চুক্তি করার জন্য প্রকাশ্যেই সংস্থার সমালোচনা করেন কর্মী ভানিয়া।

৫ এপ্রিল মাইক্রোসফটের এআই সিইও মুস্তাফা সুলেমান সংস্থার এআই সহকারী ‘কোপাইলট’-এর ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন।সেই সময় ইবতিহাল আবুসাদ নামে সংস্থার এক কর্মী মঞ্চের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বলেন, ‘মুস্তাফা, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি দাবি করেন, এআই মানবকল্যাণে ব্যবহার করা হবে। কিন্তু মাইক্রোসফট ইসরায়েলি সেনাবাহিনীর কাছে এআই অস্ত্র বিক্রি করছে। আর মাইক্রোসফট এ গণহত্যাকে সমর্থন করছে।’ এরপরেই মঞ্চে দাঁড়িয়ে সুলেমান উত্তর দেন, ‘আপনার প্রতিবাদ শুনলাম এবং ধন্যবাদ।’ এরপর আবুসাদ আবারও চিৎকার করে বলেন, ‘সুলেমান এবং পুরো মাইক্রোসফটের হাতে রক্ত লেগে রয়েছে।’ এরপর তিনি মঞ্চে প্যালেস্টাইনের সমর্থনের প্রতীক কেফিয়াহ স্কার্ফ ছুড়ে মারেন। এরপর ইবতিহালকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। মাইক্রোসফটের কর্মীদের এমন প্রতিবাদের ঘটনা এটি প্রথম নয়। এর কিছুক্ষণ পর বিল গেটস, স্টিভ বালমার ও বর্তমান সিইও সত্য নাদেলার উপস্থিতিতে ভানিয়া আগরওয়াল নামে মাইক্রোসফটের আরেক কর্মীও বিক্ষোভ শুরুকরেন।তিনি বলেন, ‘মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে গাজায় ৫০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আপনাদের সাহস হল কীভাবে? তাদের রক্তের ওপর উদ্‌যাপন করার জন্য আপনাদের লজ্জা হওয়া উচিত।’ পরে ইস্তফাপত্রে তিনি লিখেছেন, ‘আমি আর এই কোম্পানির অংশ হতে পারি না। মাইক্রোসফট একটি ডিজিটাল অস্ত্র প্রস্তুতকারক হয়ে উঠেছে। আমাদের শ্রম এই অন্যায়ের অংশ হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব মাইক্রোসফটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এই পিটিশনে সই করুন।’

ভানিয়া আগরওয়াল কে?

ভানিয়া আগরওয়াল একজন ভারতীয়-আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভানিয়া অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে ২০১৯ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ‘সামা কাম লড’ সম্মানে উত্তীর্ণ হন এবং ২০১৭ সালে গ্রেস হপার স্কলারশিপ অর্জন করেন। তার পেশাগত জীবনে তিনি অ্যামাজনেও কাজ করেছেন ৩ বছরেরও বেশি সময়। ২০২৩ সালে মাইক্রোসফটে যোগ দেওয়ার আগে তিনি অ্যামাজনে সিনিয়র ডেভেলপার হিসেবে কাজ করতেন।তবে তার ক্যারিয়ারের সূচনা হয়েছিল আরও সাধারণ এবং বৈচিত্র্যময় চা পরামর্শদাতা হিসেবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি। এমনকি তিনি ২০১২ সালে ‘Vannushka’ নামে একটি Etsy শপ চালাতেন।২০২৩ সালে মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার II হিসেবে যোগ দেন ভানিয়া। এবং এআই ডিভিশনে কাজ করছিলেন। তিনি বলেন, মাইক্রোসফটের ১৩৩ মিলিয়ন ডলারের ক্লাউড এবং এআই চুক্তি-ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ছিল। এই চুক্তির মাধ্যমে যে প্রযুক্তি সরবরাহ করা হয়েছে, তা গাজায় যুদ্ধের অংশ হয়েছে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *