ভারত থেকে আমদানি পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আগেই ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আজ সেই শুল্ক কার্যকর হয়ে গেল। প্রসঙ্গত, গত ২ এপ্রিল ৫৭টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ১৬টি দেশকে আবার খানিক স্বস্তি দেন ট্রাম্প। স্বস্তি পাওয়া দেশগুলির তালিকায় নাম আছে ভারত, পাকিস্তানেরও। ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আরোপিত পারস্পরিক শুল্ক ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ করেন। এর আগে হোটাইট হাউজের সরকারি নথিতে ভারতের ওপর ২৭ শতাংশ শুল্ক আরোপের কথা জানানো হয়েছিল।
এদিকে আজই আরবিআই-এর তরফ থেকে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হারের পূর্বাভাস পরিবর্তন করা হয়েছে। এর আগে দাবি করা হয়েছিল, চলতি অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৬.৭ হারে বৃদ্ধি পেতে পারে। তবে আজ আরবিআই গভর্নর জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে সার্বিক ভাবে ভারতের রিয়েল জিডিপি থাকবে ৬.৫ শতাংশ। প্রথম কোয়ার্টারে তা থাকবে ৬.৫ শতাংশ, দ্বিতীয় কোয়ার্টারে ৬.৭ শতাংশ, তৃতীয় কোয়ার্টারে ৬.৬ শতাংশ এবং চতুর্থ কোয়ার্টারে ৬.৩ শতাংশ।
প্রসঙ্গত, এর আগে লাগাতার ভারতীয় শুল্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের মার্কিন সফরের সময়ই তিনি এই সব মন্তব্য করেছিলেন। ‘ভিনদেশ’ থেকে আসা কৃষিপণ্যকে ‘নোংরা’ আখ্যা দিয়ে আক্রমণ শানিয়েছিলেন ট্রাম্প। রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে কৃষি ক্ষেত্রে আমেরিকাকে যাতে ভারত তাদের বাজারে প্রবেশাধিকার দেয় এবং শুল্ক কমায়। ট্রাম্প বারবার ভারতের বাণিজ্য নীতির সমালোচনা করে এসেছেন। তিনি বিগত দিনে ভারতকে ‘শুল্কের রাজা’ বলে অভিহিত করেছিলেন। ট্রাম্পের কথায়, ‘ভারতের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু আমার একমাত্র সমস্যা হলো তারা বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করা দেশগুলির একটি। আমি মনে করি তারা সম্ভবত এই শুল্ক কমাবে। তবে ২ এপ্রিল থেকে আমরাও তাদের ওপর সেই শুল্ক চার্জ করব, যা তারা আমাদের পণ্যে বসাবে।’
এদিকে সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল ভারত। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে। এদিকে গত ১৩ ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে এবারের বাজেটে মোটরসাইকেলের ওপরে শুল্ক কমায় ভারত। এর ফলে মার্কিন ব্র্যান্ড হারলে ডেভিডডসনের আমদানির ক্ষেত্রে ভারতে আরও ১০ শতাংশ শুল্ক কমেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারত হারলে ডেভিডসনের ওপরে ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল। আর এবারের বাজেটে তা আরও কিছুটা কমানো হয়। তবে তাতেও সন্তুষ্ট হননি ট্রাম্প।