কৃষ ৪-এ থাকছে আর কোন চমক?

Spread the love

আসছে কৃষ ৪। কিছুদিন আগেই রাকেশ রোশন জানিয়েছেন এবার আর তিনি থাকছেন না পরিচালকের আসনে। বরং তাঁর ছেলে হৃতিক রোশনই সামলাবেন এই গুরুভার। এবার আরও একগুচ্ছ আপডেট পাওয়া গেল কৃষ ৪ এর।

কী জানা গিয়েছে কৃষ ৪ সম্পর্কে?

ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটানোর পর এবার পরিচালক হিসেবে হৃতিক আত্মপ্রকাশ করতে চলেছে বলিউডে। এই খবর তো ইতিমধ্যেই জানা গিয়েছে। এবার জানা গেল এই ছবিতে তিনিই নায়ক আবার তিনিই খলনায়ক। হ্যাঁ, ঠিকই পড়লেন। শুধুই কি তাই? এর আগের দুটো ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে। এবার নাকি হৃতিককে এই ছবিতে তিনটি চরিত্রে দেখা যাবে বলেই সূত্রের খবর।

অতীত থেকে ভবিষ্যৎ দুটোই একসঙ্গে সমান তালে ছবির গল্পে চলবে বলেই জানা গিয়েছে। এছাড়া কৃষ ফ্র্যাঞ্চাইজির সমস্ত চরিত্রদের কৃষ ৪ এ দেখা যাবে বলেই শোনা যাচ্ছে। অর্থাৎ এই ছবিতে রেখার সঙ্গে থাকতে পারেন প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়, প্রমুখ। এছাড়াও একটি চরিত্রে নোরা ফতেহিকে দেখা যাবে বলেও শোনা যাচ্ছে কানাঘুষোয়। যদিও এই জল্পনাগুলো কতটা সত্য হয় সেটা সময়ই বলবে।

কৃষ ৪ ছবির পরিচালক হওয়ার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও থাকবেন হৃতিক। তাঁর সঙ্গে এই এক দায়িত্ব ভাগ করে নেবে যশরাজ ফিল্মস স্টুডিও।

প্রসঙ্গত কৃষের ফিল্ম ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছিল কোই মিল গ্যায়া দিয়ে, প্রধান চরিত্রে হৃতিকের সঙ্গে ছিলেন প্রীতি জিন্টা এবং রেখা। গত বছর, ৮ আগস্ট এই ছবির ২০ বছর পূর্ণ হয়েছে। দ্বিতীয় কিস্তি কৃষ-এ, হৃতিকের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া প্রধান ভূমিকায় ছিলেন। কৃষ থ্রিতেও ছিল এই জুটিই। এবার ভক্তরা অধীর আগ্রহে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশ কৃষ ৪ -এর জন্য অপেক্ষা করছেন। হৃতিক রোশনকে শেষ দেখা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দের ফাইটার ছবিতে। তাঁর বিপরীতে সেখানে দীপিকা পাড়ুকোন ছিলেন। আগামীতে মুক্তি পেতে চলেছে হৃতিকের ওয়ার ২ ছবিটি। সেখানে হৃতিকের সঙ্গে থাকবেন কিয়ারা আডবানি এবং জুনিয়র এনটিআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *