আবারও একবার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল এক ভারতীয় যাত্রীর বিরুদ্ধে! দাবি করা হচ্ছে, বুধবার (৯ এপ্রিল, ২০২৫) এই ঘটনা ঘটেছে দিল্লি থেকে ব্যাঙ্ককগামী এয়ার ইন্ডিয়া-র একটি উড়ানে।
বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ পাওয়ার পরই কর্তব্যরত বিমানকর্মীরা নিয়ম মেনে অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত পদক্ষেপ করেছেন। যা যা ব্যবস্থা নেওয়ার তাঁরা তা নিয়েছেন।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ৯ এপ্রিল দিল্লি থেকে ব্যাঙ্ককগামী উড়ান – এআই২৩৩৬-এ এক যাত্রীর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ ওঠে। কর্তব্যরত বিমানকর্মীদের কাছে সেই অভিযোগ করা হয়। এরপর সংশ্লিষ্ট বিমানকর্মীরা নিয়ম মেনে সমস্ত পদক্ষেপ করেন। এবং গোটা ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁরা জানান।’
এয়ার ইন্ডিয়ার কর্মীরা ওই অভিযুক্তকে তাঁর আচরণের জন্য সতর্ক করেন এবং আক্রান্ত ব্যক্তিকেও সবরকমের সহযোগিতা করা হয় – যাতে ব্যাঙ্ককে নেমেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি নিজের অভিযোগ জানাতে পারেন। প্রসঙ্গত, আক্রান্ত ওই বিমানযাত্রী কোনও এক বহুজাতিক সংস্থার কর্মী বলে জানা গিয়েছে।
এয়ার ইন্ডিয়ার জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনায় যথাযথ তদন্ত করা হবে। এর জন্য এক স্বতন্ত্র তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা হতে পারে। এই ঘটনা সামনে আসার পর ডিজিসিএ-র নিয়ম মেনেই সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে বলেও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা যে এই প্রথম ঘটল, তেমনটা কিন্তু নয়। এর আগেও এমন অনভিপ্রেত ঘটনা ঘটতে দেখা গিয়েছে। ২০২২ সালের একটি ঘটনা যেমন সেই সময় সংবাদ শিরোনামে উঠে এসেছিল।
অভিযোগ উঠেছিল, এক ভারতীয় তরুণ তাঁর সহযাত্রী এক প্রবীণ মহিলার গায়ে প্রস্রাব বিসর্জন করেছিলেন। অভিযুক্ত সেই তরুণের নাম ছিল – শঙ্কর মিশ্র। তিনি মুম্বইয়ের বাসিন্দা ছিলেন। ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ২৬ নভেম্বর, নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ারই একটি বিমানে।
এছাড়াও, বিভিন্ন সময় বিমানে নানাবিধ অনভিপ্রেত ঘটনা ঘটার অভিযোগ ওঠে। সম্প্রতি এক বাঙালি যাত্রী একটি বেসরকারি উড়ান সংস্থার এক বিমানসেবিকার বিরুদ্ধে তাঁর ৫ বছরের মেয়ের গলায় থাকা সোনার চেন চুরি করার অভিযোগ করেন!
অন্যদিকে, চিনের একটি উড়ানে দুই মহিলা গায়ের গন্ধ এবং ঝাঁঝালো পারফিউমের গন্ধ নিয়ে রীতিমতো চুলোচুলি শুরু করে দেন! সেই ঝগড়া থামাতে যাওয়ায় এক বিমানসেবিকার হাতে কামড়ে দেন অভিযুক্তদের মধ্যে এক মহিলা! পরে তাঁদের দু’জনকেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।