৯০-এর দশকে শাহরুখের ছবি মানেই অভিজিৎ ভট্টাচার্যের গান। এ ছবি ছিল ভীষণ চেনা। তবে একসময়ে এই হিট জুটির ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরে। সাম্প্রতিক সময়ে বহুবার শাহরুখকে নিয়ে মুখ খুলতে শোনা গিয়েছে অভিজিৎকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের একবার শাহরুখকে নিয়ে মুখ খুলেছেন অভিজিৎ। তাঁর কথায়, ‘গান গাইতাম আমি, ক্রেডিট খেতেন শাহরুখ।’
ঠিক কী বলেছেন কিং খান?
সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে তাঁর ‘অদ্ভুত’ সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় অভিজিৎ ভট্টাচার্যকে। উত্তরে তিনি বলেন, ‘কোয়ি রিস্তা নেহি, হাম জুড়বা ভাই কি তরহা হ্যায়, মেরে মতলব আওয়াজ কে মামলে মে। আব মেরি অ্যাহসাস হ্যায় মেরা কোয়ি গানা মেরা নেহি, শাহরুখ খান নে গায়ে হ্যায়, শাহরুখ হি মিউজিক ডিরেক্ট কি হ্যায়, শাহরুখ হি ফিল্ম বনাই হ্যায়, ও হি সিনেমাটোগ্রাফার হ্যায়, সবকুছ শাহরুখ হি হ্যায়, ম্যায় কেয়া কর সাকতা হুঁ?’
অর্থাৎ অভিজিৎ-এর কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘কোনো সম্পর্ক নেই। আমরা যমজ ভাইয়ের মতো, মানে, কণ্ঠস্বরের ক্ষেত্রে। এখন বুঝতে পারছি এই সব গান আমার নয়। শাহরুখ খান গান গেয়েছেন, শাহরুখ গান লিখেছেন, শাহরুখ সংগীত পরিচালনা করেছেন, শাহরুখ-ই সিনেমা বানিয়েছেন, শাহরুখ সিনেমাটোগ্রাফার। সবই শাহরুখ। আমই কি করতে পারি?’
অভিজিতের কথায়, ‘লোকজন আমাকে বলেন যে এটা শাহরুখ খানের গান, তখন আমি বুঝতে পারি, ওহ, এটি ঠিক, এটি আমার নয়।’
এরপরই ‘চলতে চলতে’ এবং ‘তৌবা তুমহারে ইয়ে ইশারে’ গানের প্রসঙ্গ ওঠে, তখন অভিজিত বলেন, ‘ছবিগুলি গড়পড়তা ছিল, তবে গানগুলি হিট ছিল, হ্যাঁ, শুধু গানগুলিই হিট ছিল, তবে এখন আমিই কী করতে পারি।’
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও শাহরুখকে নিয়ে মুখ খুলেছিলেন অভিজিৎ। এর আগেও এক সাক্ষাৎকারে শাহরুখের জন্য গান গাওয়া কেন ছাড়লেন, এবিষয়ে প্রশ্ন করা হয়েছিল অভিজিৎকে। তাঁর উত্তর ছিল, ‘যখন আত্মসম্মানে আঘাত লাগে, তখন যে কোনও কারোর ইচ্ছে করে, ‘যথেষ্ট হয়েছে। আমি ওর (শাহরুখ) জন্য গান গাইনি। আমি আমার কাজের জন্য গান করতাম। কিন্তু দেখলাম সকলে ওকেই কৃতিত্ব দিচ্ছে – যেমন একজন চা বিক্রেতা যিনি সেটে চা পরিবেশন করেন – তিনিও গায়ককে কৃতিত্ব দিচ্ছেন না, তখন আমার মনে হল, ‘আমি কেন ওঁর জন্য গাইব?’