Weather Rain Forecast in WB। চৈত্রের শেষবেলায় ভিজবে বাংলার বহু অংশ!

Spread the love

সদ্য সপ্তাহান্তের আগে বৃহস্পতিবার ভিজেছে শহর কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা। শেষ চৈত্রে শহর জুড়িয়ে হয়েছে তুমুল বর্ষণ। প্রশ্ন হল, এমন বৃষ্টি কি চৈত্রের বাকি কয়েকটা দিনেও মিলবে? আবহাওয়া দফতর যদিও এই নিয়ে শোনাচ্ছে সুখের খবর। ভ্যাপসা গরমের মাঝে শুক্রবারও ‘টি টুয়েন্টি’ মেজাজে থাকতে পারে বৃষ্টি! কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কোথায় কোথায় হবে বর্ষণ? দেখে নিন পূর্বাভাস। 

নববর্ষের আগে কলকাতায় সপ্তাহান্তে বৃষ্টি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজকের আকাশ আংশিক মেঘলা। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

শুক্রবার দক্ষিণবঙ্গে বর্ষণের সম্ভবানা কোথায় কোথায়?

 শুক্রবার কলকাতা সহ একাধিক জায়গায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারমধ্যে রয়েছে কলকাতাও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। যার বেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। এছাড়াও বর্ষণ হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেখানে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:-

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় শুক্রবার বর্ষণের সম্ভাবনা রয়েছে। বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে দুই দিনাজপুর ও মালদায়। 

সপ্তাহান্তে বর্ষণের সম্ভাবনা কি আছে?

আলিপুর আবহাওয়া দফতর বলছে, বায়ুমণ্ডলে একটি চক্রবত ঘূর্ণাবর্ত রয়েছে। যা উত্তর পূর্ব বিহারে অবস্থান করছে। আরেকটি রয়েছে উত্তর বাংলাদেশে। এদিকে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলত, ১৪ এপ্রিল, সোমবার পর্যন্ত বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক বর্ষণ হয়েছে। শনিবার উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই কমলা সতর্কতা রয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গে রবিবার হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ বহু জায়গায় বর্ষণ হতে পারে। শনিতে বর্ষণ হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ বেশ কিছু জায়গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *