পরমার ‘লিপ ফিলিং’ মন্তব্যের জবাব দিতেই কি এই পোস্ট মিমির?

Spread the love

কদিন আগে হইচইতে মুক্তি পয়েছে ‘ডাইনি’ ওয়েব সিরিজ। যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। হইচইয়ের সেই সিরিজ দেখে যেমন প্রশংসায় ভরিয়েছেন বহু তারকা। তেমনই কিছু লোকজন ভ্রু কুঁচকেছেন। এরই মাঝে টেলিপর্দার এক জনপ্রিয় মুখ মিমি চক্রবর্তীর নিন্দা করে বসেছেন। তাঁর দাবি, মিমি নাকি এমন ‘লিপ ফিলার’ করিয়েছেন যে, স্বাভাবিকভাবে ডায়লগ বলতেও সক্ষম হচ্ছেন না।

ডাইনি সিরিজ ও মিমিকে নিয়ে এমন পোস্ট করেছেন পরমা বন্দ্যোপাধ্যায়। পরমা ফেসবুকে লিখেছেন, ‘হইচইঅ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে। ডাইনি ওয়েব সিরিজের ভুরি ভুরি হাইপ আর কিছু ইউটিউবারের প্রশংসা শুনে আমিও ৪৯৯টাকা খরচ করে বোকা হয়ে গেলাম। মেরেকেটে এপিসোড ৩ অবধি দেখতে পেরেছি, বহু কষ্টে। তারপর ব্যস, আর না।’

পরমা আরও লেখেন, ‘দু’-একজন ভালো অভিনেতা আছেন, কিন্তু তাঁদের অভিনয় দেখানোর স্কোপ খুবই কম। প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং করিয়েছেন যে ডায়ালগ বলতে গিয়ে ঠোঁটটা খুলছেও না ভালো করে। ইনি এক সময় গানের ওপারে সিরিয়ালের পুপে ছিলেন, আমরা এর ‘আদা’-তে মুগ্ধ হতাম, ভাবতেই কেমন লাগে!’পরমা আরও লেখেন, ‘সিরিজটা যতটুকু দেখলাম, খুব জঘন্য লাগল। যাত্রা টাইপ। সামাজিক পালা।যাদের হইচই-এর সাবস্ক্রিপশন ফুরিয়েছে , ফাঁদে পড়ে এটা দেখার জন্য একটি পয়সাও খরচ করবেন না। শুধু শুধু পয়সা নষ্ট।’

পরমা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা নিয়ে পাল্টা সরাসরি কোনও জবাব দেননি মিমি চক্রবর্তী। তবে ১০- এপ্রিল, বৃহস্পতিবার ফেসবুকের পাতায় নিজের ফটোশ্য়ুটের ছবি পোস্ট করেছেন মিমি। যেখানে তাঁকে নিজের ঠোঁটে মোটা করে ঘন লাল রঙের লিপস্টিক লাগাতে দেখা গিয়েছে।

ঠোঁটে লিপস্টিক লাগানোর এই ছবিগুলি পোস্ট করে মিমি ক্য়াপশানে প্রশ্ন রেখেছেন, ‘ঠিক হ্য়ায় না?’ পাশে ঠোট আর লাভ ইমোজি জুড়েছেন।

মিমি চক্রবর্তীর এই পোস্ট দেখে নেটিজেনদের প্রশ্ন, তবে কি পরমার সমালোচনার ইঙ্গিতপূর্ণ জবাব দিতেই এমন ক্যাপশন জুড়ে ঠোঁটে এভাবে লিপস্টিক লাগানোর ছবি পোস্ট করেছেন মিমি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *