রান্নাঘরে সৃজিতকে সঙ্গ দিলেন কৌশানি

Spread the love

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’, যে সিনেমা দেখে মানুষ বাঁচতে শিখেছিল। প্রতিকূল অবস্থায় জর্জরিত হয়ে যারা আত্মহত্যা করার রাস্তা বেছে নেয়, তাদের বাঁচার রসদ খুঁজে দিয়েছিল আনন্দ কর।

এবার ১৩ বছর পর আবার আসতে চলেছে ‘কিলবিল সোসাইটি’, যেখানে আনন্দ কর নয় বরং রয়েছে মৃত্যুঞ্জয় কর। মৃত্যুঞ্জয় মানুষকে বাঁচতে নয় বরং যারা স্বেচ্ছামৃত্যু করার রাস্তা বেছে নেয়, তাদের সেই রাস্তা মসৃণ করে দেয় মৃত্যুঞ্জয়। এককথায় সে মানুষ মারে।

আগামী ১১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ‘কিলবিল সোসাইটি’। সিনেমা মুক্তির আগে সিনেমার প্রচারে একটুও খামতি রাখছেন না সৃজিত। এবার রান্নাঘরের পর্দায় নিজের নতুন গল্পের রেসিপি নিয়ে হাজির হলেন পরিচালক। সঙ্গ দিলেন কৌশানি।

SVF এর তরফ থেকে পোস্ট করা হয়েছে যে ভিডিয়োয় যেখানে দেখা যাচ্ছে, কনীনিকার ‘রান্নাঘর’-এর অনুষ্ঠানে হাজির সৃজিত ও কৌশানি। কনীনিকা পরিচয় করিয়ে দেন সৃজিত ও কৌশানির সঙ্গে। সৃজিত বলেন, ‘যেভাবে সকলকে হেমলক সোসাইটিকে ভালোবেসেছিলেন, সেভাবেই কিলবিল সোসাইটিকেও ভালবাসা দিন।আর অতি অবশ্যই পরমব্রত ওরফে মৃত্যুঞ্জয় কর এবং পূর্ণা ওরফে কৌশানিকেও ভালোবাসা দিন । রান্নাঘরে কৌশানি এবং সৃজিতকে রান্না করতেও দেখা যায়। আড্ডায় গানে ভরে ওঠে গোটা অনুষ্ঠান।প্রসঙ্গত, কিলবিল সোসাইটিতে এমন একটি মেয়ের গল্প, যাঁর একটি ব্যক্তিগত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। বারবার আত্মহত্যা করার চেষ্টা করেও সে পারে না। অবশেষে সে নিজের মৃত্যুর জন্য লোক ভাড়া করে, যে তাকে মৃত্যু উপহার দেবে। এখান থেকেই শুরু হয় গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *