নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। এই মামলার বিচার চলছে। বৃহস্পতিবার ইডির মামলায় সাক্ষ্য গ্রহণ-পর্ব চলছিল বিচারভবনে। ভরা এজলাসে সেই সময় ঘটল বিরল ঘটনা। বিচারকের নির্দেশে সাবান দিয়ে ধোয়ানো হল এক সাক্ষীর হাত। আইনজীবী মহলের একাংশের মতে এটি বিরল ঘটনা।
কিন্তু, কেন এমন নির্দেশ দিলেন বিচারক?
জানা গিয়েছে, বৃহস্পতিবার যখন সাক্ষ্যগ্রহণ চলছিল, তখন ওই ব্যক্তিকে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সাক্ষী হিসেবে আদালতে হাজির করিয়েছিল ইডি। এজলাসে সওয়াল জবাব-পর্ব যখন চলছিল, তখন ওই ব্যক্তি বারবার নিজের হাতের দিকে দেখছিলেন।
বিষয়টি লক্ষ্য করে কয়েকজন আইনজীবীর সন্দেহ হয় যে হাতে নিশ্চয় কিছু লেখা রয়েছে। এরপর তাঁরা বিষয়টি বিচারকের নজরে আনেন। তখন ওই ব্যক্তিকে হাতের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। যে হাতে কিছু লেখা ছিল না সেই হাত সকলকে দেখান। পরে দ্বিতীয় হাত দেখাতেই তাতে বেশ কিছু লেখা চোখে পড়ে বিচারকের। এরপর সঙ্গে সঙ্গে বিচারক সাক্ষীকে সাবান দিয়ে হাত ধোয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ শুনে সোজা শৌচালয় ছুটে যান সাক্ষী।
জানা গিয়েছে, ওই ব্যক্তিকে পার্থ ও অর্পিতার একটি ভুয়ো সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। তিনি আদালতকে জানিয়েছেন, হাতে এমন গুরুত্বপূর্ণ কিছু লেখা ছিল না, বেশ কিছু সংস্থার নাম তিনি লিখে এনেছিলেন। তবে সাক্ষীর এমন কান্ডে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। তিনি জানান, এভাবে হাতে কিছু লিখে এনে সাক্ষ্য দেওয়া যায় না। পরে ওই ব্যক্তি আদালতে জানিয়েছেন তিনি অর্পিতা এবং পার্থ সম্পর্কে বিশেষ কিছু জানেন না। তাঁকে কিছু কাগজপত্রে সই করতে বলা হয়েছিল। সেই কাজ তিনি করেছেন।
প্রসঙ্গত, এমন একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে একজন সাক্ষীর এমন কাণ্ডে উঠেছে প্রশ্ন। ওই সাক্ষীকে যেহেতু ইডির তরফে পেশ করা হয়েছিল। তাই এ নিয়ে বিচারক ইডিকেও সতর্ক করেন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে তিনি ইডিকে সতর্ক করেন। উল্লেখ্য, ইডি তদন্তে জানতে পেরেছে পার্থ এবং অর্পিতা একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন। যার মাধ্যমে আর্থিক তছরুপ করা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই আদালতে চার্জশিট দিয়ে জানিয়েছে ইডি।