আর কয়েকদিন পরেই পয়লা বৈশাখ। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, বাংলার নতুন বছরের পয়লা দিন পড়েছে ১৫ এপ্রিল। সেদিন থেকে ১৪৩২ বঙ্গাব্দের সূচনা হবে। আর তার আগে ১৪৩২ বঙ্গাব্দের তিথি এবং পুজোর সূচি প্রকাশ করল বেলুড় মঠ (রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন)। কবে কোন তিথি পড়েছে, কবে কোন পুজো কবে, সেটার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র মাসে কবে একাদশী তিথির রামনাম-সংকীর্তন হবে, সেটাও প্রকাশ করেছে বেলুড় মঠ।
একাদশ তিথির (রামনাম সংকীর্তন) অনুষ্ঠানসূচি
১) বৈশাখ: ১০ তারিখ এবং ২৪ তারিখ।
২) জ্যৈষ্ঠ: ৮ তারিখ এবং ২২ তারিখ।
৩) আষাঢ়: ৭ তারিখ এবং ২১ তারিখ।
৪) শ্রাবণ: ৫ তারিখ এবং ২০ তারিখ।
৫) ভাদ্র: ২ তারিখ, ১৭ তারিখ এবং ৩১ তারিখ।
৬) আশ্বিন: ১৬ তারিখ এবং ৩০ তারিখ।
৭) কার্তিক: ১৬ তারিখ এবং ২৯ তারিখ।
৮) অগ্রহায়ণ: ১৫ তারিখ এবং ২৯ তারিখ।
৯) পৌষ: ১৫ তারিখ এবং ২৯ তারিখ।
১০) মাঘ: ১৫ তারিখ এবং ৩০ তারিখ।
১১) ফাল্গুন: ১৪ তারিখ এবং ৩০ তারিখ।
১২) চৈত্র: ১৪ তারিখ এবং ২৯ তারিখ।