Kashmir Terrorist Killed। পাকিস্তানিদের অনুপ্রবেশ রুখে দিল সেনা! শহিদ ১

Spread the love

জঙ্গি অনুপ্রবেশ রুখে দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার এক বীরযোদ্ধা। হোয়াইট নাইট কোরের জিওসি এই বিষয়টি নিশ্চিত করে বিবৃতি জারি করেছেন। জানা গিয়েছে, শহিদ সেনাকর্মীর নাম কুলদীপ চাঁদ। তিনি ৯ পঞ্জাবের সদস্য ছিলেন। এই ঘটনাটি ঘটে সুন্দরবনী এলাকার কেরি-বাট্টালে। ১১ এপ্রিল রাতে কুলদীপ চাঁদ শহিদ হয়েছিলেন। এদিকে সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী জঙ্গিদের প্রতিহত করতে সক্ষম হয় সেনা।

এদিকে শনিবার কিশতওয়ার জেলায় সেনা অভিযানে জখম হয় দুই জঙ্গি। এদিকে এর একদিন আগেই আরও এক জঙ্গিকে খতম করেছিল সেনা। এদিকে সেনার তরফ থেকে জানানো হয়েছে, মৃত জঙ্গিদের মধ্যে একজন হল সইফুল্লা। সে জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। গত একবছরেরও বেশি সময় ধরে চেনাব উপত্যকা এলাকায় সক্রিয় ছিল সে। এই সইফুল্লা জইশ জঙ্গি ছিল বলে জানানো হয়েছে। এদিকে এই অভিযানের সময় সেনা জওয়ানদের প্রতিকূল আবহাওয়ারও মোকাবিলা করতে হয় বলে জানিয়েছে হোয়াইট নাইট কোর। এই অভিযানে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২, ৫ এবং ৯ প্যারা কমান্ডো জড়িত ছিল। এদিকে অভিযানে নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে খবর।

 

এদিকে সেনা জানিয়েছে যে উধমপুর জেলার বসন্তগড় এবং রামনগর এলাকায় আরও তিনজন সন্ত্রাসীর একটি দলকে খুঁজে বের করার জন্য একটি পৃথক অভিযান চালানো হচ্ছে বুধবার থেকে। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই কাশ্মীরে রেল পরিষেবার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে নাশকতার আশঙ্কা থেকে যাচ্ছে। এরই সঙ্গে নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ, সেনা, সিআরপিএফ। ঘন জঙ্গলের সুযোগ নিয়ে জঙ্গিরা প্রায়ই অনুপ্রবেশ ও হামলার চেষ্টা করে থাকে। এই আবহে জঙ্গল এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *