TMC MLA on Waqf Vandalism। বাংলায় ওয়াকফ প্রতিবাদের নামে তাণ্ডবে ‘বিরক্ত’ তৃণমূলেরই বিধায়ক

Spread the love

বাংলায় ওয়াকফ সংশোধী বিরোধী প্রতিবাদ হিংসাত্মক আকার নিয়েছে বিভিন্ন জায়গায়। এই আবহে বিজেপির তরফ থেকে বারংবার তোপ দাগা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। এরই মধ্যে অবশ্য বেশ কয়েকজন তৃণমূল নেতাও এই তথাকথিত আন্দোলনকারীদের হেনস্থার শিকার হয়েছেন। এই আবহে এই বিক্ষোভ নিয়ে কার্যত ‘বিরক্তি’ প্রকাশ করেই ফেসবুকে দীর্ঘ পোস্ট দিলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তবে নিজের পোস্টের সঙ্গে দলের যে কোনও যোগ নেই, তা প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন তিনি। 

নিজের ফেসবুক পোস্টে মনোরঞ্জন ব্যাপারী লেখেন, ‘আগেভাগে বলে রাখি, এটা আমার নিজস্ব অভিমত। সবাই সহমত হতে পারেন, নাও হতে পারেন। একজন সাধারন মানুষ হিসাবে আমার যা মনে হল তাই লিখলাম- বাংলার জেলায় জেলায় যে তুমুল বিক্ষোভ হচ্ছে, যা নিয়ে হচ্ছে, সেই ওয়াকফ বিল এনেছে কেন্দ্রীয় সরকার। দিল্লির সরকার। এখানে বাংলা তথা পশ্চিমবঙ্গ সরকারের কোনও ভূমিকা নেই। বিল বহাল রাখা বা ফেরত নেওয়া সবটা কেন্দ্রীয় সরকারের হাতে। তাহলে যারা ওই বিলের বিরোধীতা করছেন, আন্দোলনে পথে নেমেছে, তাঁদের আন্দোলনের অভিমুখ তো কেন্দ্রীয় সরকারের দিকে থাকা উচিৎ। দিল্লির দিকেই থাকা উচিৎ। তাঁরা সেটা না করে কলকাতায়, বাংলার বিভিন্ন জেলায় যে আন্দোলন অবরোধ করছেন, গাড়ি ভাঙচুর করছেন, পুলিসকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছেন, সাধারন মানুষকে বিপদে বিপাকে ফেলছেন, তা কতোটা যুক্তিসঙ্গত?’

এরপর তৃণমূল বিধায়ক আরও লেখেন, ‘আমরা তো আপনাদের সমর্থন করছি। আমরা তো বলছি যে এই বিল অন্যায় অনৈতিক। তাহলে আমাদের, বাংলার মানুষকে সমস্যার মধ্যে ফেলা কেন? আপনারা যদি মনেপ্রাণে এই বিল ফেরত করাতে চান- চলুন সবাই দল বেধে দিল্লিতে যাই। যন্তর মন্তরে ধর্না আন্দোলন করি।এক মাস দুমাস যতদিন সময় লাগে দিল্লি অবরোধ করে বসে থাকি। যখন সংঘবদ্ধ কৃষক আন্দোলনের চাপে কেন্দ্রীয় সরকার কৃষি বিল ফেরত নিতে বাধ্য হয়েছে, ওয়াকফ বিলও ফেরত নিতে বাধ্য হবে।তবে সে আন্দোলনকে কিন্ত দিল্লির বুকে নিয়ে যেতে হবে।তা না হলে কিছু বিক্ষিপ্ত অশান্তি হবে সমস্যার সমাধান হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *