বরই সাদামাটা তিনি! সবসময় হাসি-মজায় মেতে থাকেন বাংলার আদরের মেয়ে শ্রেয়া ঘোষাল। যদিও গোটা দেশের মানুষেরই নয়নের মণি তিনি। সম্প্রতি শ্রেয়া ঘোষালের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল যে, এক ভক্তের কাছ থেকে হাতে আঁকা পোট্রেট উপহার হিসেবে পেয়ে, একেবারে আপ্লুত হয়ে পড়েন। মুখ দিয়ে কিছুক্ষণ কোনো শব্দই বেরোচ্ছিল না! হাঁ করে ছিলেন তাকিয়ে।
নীল গাউনে পাওয়া গেল শ্রেয়াকে দেখতে। খুব সম্ভবত ইন্ডিয়ান আইডলের সেটেই, অনুরাগীর কাছ থেকে সেই উপহার পান তিনি। পেনসিল স্কেচে শ্রেয়ার পোর্টেট এঁকেছিলেন মানালি পাওয়ার নামের এক মহিলা।
শ্রেয়াকে দেখা গেল, বেশ অনেকক্ষণ একদৃষ্টিতে নিজের পোর্টেটের দিকে তাকিয়ে থাকতে। এরপর পুরোটা পেনসিল স্কেচের মাধ্যমে করা হয়েছে শুনে বিষ্মিত হন। বলে ওঠেন, ‘ওয়াও ইয়ার! খুব খুব সুন্দর হয়েছে। মানালী অনেক ধন্যবাদ তোমাকে। তুমি সত্যিই ভীষণ ট্যালেন্টেড।’
শ্রেয়ার এই ভিডিয়োতে এক অনুরাগী লিখলেন, ‘শ্রেয়া আসলেই তুমি ভীষণ ভাসো। তাই চারপাশের জিনিসগুলোও এত সুন্দর তোমার!’ আরেকজন লেখেন, ‘সুইটহার্ট। আমার দেখা অন্যতম ভালো মানুষ তুমি!’ তৃতীয়জন লেখেন, ‘ভালোবাসা, ভালোবাসা আর শুধুই ভালোবাসা শ্রেয়া ম্যামের জন্য।’
কদিন আগে আইপিএলের উদ্বোধনীতে একেবারে ধুম মাচান শ্রেয়া ঘোষাল। কলকাতার ইডেন গার্ডেনে পারফর্ম করেন তিনি। তবে সেখানে নিজের গাওয়া গান নিয়ে বিতর্কে জড়ান তিনি। কারণ, বাঙালি হয়েও, কলকাতয় পারফর্ম করা সত্ত্বেও, শ্রেয়ার গলায় শোনা যায়নি কোনো বাংলা গান। কেকেআর দলের জন্য, ‘তুমি যে আমার’ গান ঠিকই, তবে সেটাকে বাংলা গানের মর্যাদা দিতে রাজি ছিলেন না বাঙালি।
এমনকী শ্রেয়ার সমালোচনা করেন অভিনেতা চিরঞ্জিৎ। তাঁকে বলতে শোনা যায়, ‘শ্রেয়া বাঙালি। কলকাতায় যখন আইপিএলের উদ্বোধন, সেখানে সব গানের মাঝে দু লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন। বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান, তাহলে কী করে চলবে’।