চার বছরের সন্তানকে ফেলে অন্য যুবকের হাত ধরে পালালো মা।আর সেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করলো ছোট্ট বাচ্চাটি।হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে মেদিনীপুর জেলায়। সাত বছরের সংসার, প্রেম করেই অভ্রজিত ঘোষকে বিয়ে করেছিলেন আলো ঘোষ।চুটিয়ে সংসার করতেন তারা।সাত বছর পর হঠাৎই আলো ঘোষের মনে ফের অন্য পুরুষ আসলেন।চার বছরের পুত্র সন্তান থাকা সত্ত্বেও পরকীয়া করতেন আলো।এই নিয়ে স্বামীর সাথে প্রায় দিনই অশান্তি লেগে থাকত।এরপর হঠাৎই একদিন প্রেমিকের সাথে পালিয়ে গেলেন তিনি।এই ঘটনায় ভেঙে পড়েন অভ্রজিত।তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ভরা সংসার ফেলে কিভাবে একজন স্ত্রী পরপুরুষের সঙ্গে চলে যেতে পারে?শুধু কি তাই ১০ মাস ১০ দিন যে সন্তানকে পেটে ধরল তার কথা বিন্দুমাত্র না ভেবে অন্যর সাথে পালিয়ে গেল এক মা।ছোট সন্তান মায়ের অপেক্ষায় কাঁদতে থাকে।
https://www.facebook.com/share/v/164onYKg7X
তবুও ফেরে না সে।এরপর কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন স্বামী। নিজের চার বছরের সন্তানকে দিয়ে মায়ের শেষ কাজ সম্পন্ন করেন।আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।ক্যাপশনে লেখেন,
সমাজের কাছে আজকে এমন এক দৃষ্টান্ত স্থাপন করলাম।।। আমার বিবাহিত স্ত্রী আমাকে ও আমার চার বছরের সন্তানকে ছেড়ে অন্য ছেলের হাত ধরে পালিয়েগেছে।।। সে এমন এক মা যে তার সন্তানকে অস্বিকার করে।। ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম🥺।। আমাদের সাত বছরের সংসার এক রাতেই সে শেষ করে দিলো।।। যে তার গর্ভে ধরা সন্তানকে অস্বিকার করে সে কখনও মা হতে পারে না।।।।
তাই আমার ছেলে তার মায়ের শেষ কার্য সম্পূর্ণ করলো।।।
এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পাশাপাশি অভ্রজিত বাবুর পাশে এসে দাঁড়ান বহু নেটিজেন।তার উদ্যোগকে বাহ্বা জানায় বহু মানুষ। তারা লেখেন,একদম ঠিক করেছেন। কেউ লেখেন,এ কেমন ধরনের স্ত্রী ও মা?একদম উচিত কাজ করেছেন।