BO Jaat vs Sikandar। সানির জাট শনিবার করল ধামকা! কার আয় কত হল?

Spread the love

বলিউড অভিনেতা সনি দেওলের ছবি ‘জাট’ ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর শুরুতেই ধামাকা। আসলে অ্যাকশন অবতারে ধর্মেন্দ্র-পুত্র বরাবরই হিট। ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। যদিও ছবির শুরুটা ধীর গতিতে হয়েছিল, তবে উইকেন্ডে এটি দারুণ সাফল্য অর্জন করেছে। এদিকে ১৪ নম্বর দিনে এসে, বক্স অফিসে রীতিমতো লেজেগোবরে সিকন্দর। ১১০ কোটিতেও পৌঁছতে পারছে না ছবিখানা।

শনিবার বক্স অফিসে ‘জাট’-এর দাপট

সনি দেওলের ছবি ‘জাট’ দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে। আর হবে না-ই বা কেন, ছবিতে আবারও দর্শকরা সনি-র ‘গদর’ স্টাইল দেখতে পাচ্ছেন যে! ‘জাট’ প্রথম দিন অর্থাৎ মুক্তির দিন ৯.৫ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় দিন আয় কিছুটা কমেছিল। শুক্রবার ছবিটি ৭ কোটি টাকা আয় করে। তবে শনিবারে অনেকটাই বাড়ল আয়। Sacnilk-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ‘জাট’ তৃতীয় দিন ১০ কোটি টাকা আয় করেছে। এখন পর্যন্ত ছবিটির মোট আয় ২৬.৫০ কোটি টাকা। রবিবারও দুই অঙ্কের ডিজিট ধরে রাখতে সক্ষম হবে সানির সিনেমা, এমনটাই আশা করা যায়।

সনি দেওলের ছবি ‘জাট’ পরিচালনা করেছেন সাউথের পরিচালক গোপীচন্দ মালিনেনী। ‘জাট’-এর বাজেট ১০০ কোটি টাকা। সনি ছাড়াও ছবিতে রয়েছেন রেজিনা ক্যাসেন্ড্রা, রণদীপ হুড্ডা, বিনীত কুমার সিংহ, রাম্যা কৃষ্ণন এবং জগপতি বাবু।

কী হাল সিকন্দরের?

গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সলমন খানের ইদের ছবি ‘সিকান্দর’। যা পরিচালনা করেছেন এআর মুরুগাদোস। ছবিটি মুক্তির পর কেটে গিয়েছে ১৪ দিন। প্রথম থেকেই রীতিমতো ভরাডুবি হয় সিনেমাটার। এখন যেন আর দর্শক টানতে পারছে না সিকন্দর। ১৪ তম দিনে ঘরোয়া বক্স অফিসে ০.৪০ লক্ষ টাকা সংগ্রহ করল মাত্র। আর দেশব্যপী মোট আয় এখন ১০৮.৫০ কোটির আশেপাশে।

দেখুন সিকন্দরের দিনপ্রতি সংগ্রহ-

মুক্তির দিন- ২৬ কোটি

দ্বিতীয় দিন- ২৯ কোটি

তৃতীয় দিন- ১৯.৫ কোটি

চতুর্থ দিন- ৯.৭৫ কোটি

পঞ্চম দিন- ৬ কোটি

ষষ্ঠ দিন- ৩.৫ কোটি

সপ্তম দিন- ৪ কোটি দিন

অষ্টম দিন- ৪.৭৫ কোটি

নবম দিন- ১.৭৫ কোটি

দশম দিন- ১.৩৫

একাদশ দিন- ১.৩৫ কোটি

দ্বাদশ দিন- ০.৭ লক্ষ

ত্রয়োদশ দিন- ০.৩ লক্ষ

চতুর্দশ দিন- ০.৪০ লক্ষ (প্রাথমিক প্রতিবেদন)

মোট সংগ্রহ- ১০৮.৫০ কোটি (প্রাথমিক প্রতিবেদন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *