রেল পথের নিরাপত্তা নিশ্চিত করতে ঝাড়খণ্ড থেকেও আসছে আধাসেনা

Spread the love

মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় ওয়াকফ আইনের বিরোধিতার নামে দাঙ্গা রুখতে শনিবারই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের পর দক্ষিণবঙ্গ ও মুর্শিদাবাদ লাগোয়া ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা থেকে উপদ্রুত এলাকায় পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। পৌঁছেছেন CRPFএর IG পদমর্যাদার এক আধিকারিকও। প্রাথমিকভাবে ঠিক হয়েছে জাতীয় সড়ক ও রেল পথের নিরাপত্তা সুরক্ষিত করবে এই বাহিনী।

শনিবার বিকেলে শুভেন্দু অধিকারীর করা আবেদনের ভিত্তিতে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। এর পরই সেখানে বাহিনী পাঠাতে তৎপর হয় কেন্দ্র। জানা গিয়েছে আপাতত ১৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে উপদ্রুত এলাকায়। এর মধ্যে কলকাতা থেকে ১ কোম্পানি, জঙ্গলমহল থেকে ৩ কোম্পানি, ঝাড়খণ্ড থেকে ৪ কোম্পানি সিআরপিএফ জঙ্গিপুরের উদ্দেশে রওনা হয়েছে। জঙ্গিপুরে পৌঁছেছেন সিআরপিএফের ডিজি পদমর্যাদার এক আধিকারিকও। রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

সূত্রের খবর, প্রাথমিভাবে জাতীয় সড়ক ও রেলপথের সুরক্ষা নিশ্চিত করবে বাহিনী। এছাড়া রাজ্য পুলিশের প্রয়োজন অনুসারে বিভিন্ন জায়গায় তাদের সহযোগিতা করবে। তবে আপাতত সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বিএসএফই মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাবে তারাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *