Kaushik On Parambrata। কৌশিককে ‘কষ্ট’ দিয়েছেন পরমব্রত

Spread the love

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় নাকি তাঁকে কষ্ট দিয়েছেন। কিন্তু ঠিক কী ঘটেছে?

কী জানিয়েছেন কৌশিক?

সদ্যই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি। গত বৃহস্পতিবার শহরের এক খ্যাতনামা মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে যায় এক ছবির প্রিমিয়ার। আর তারপর পরমব্রত এবং কৌশানির এই ছবি নিয়ে নিজের মতামত জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সেখানেই জানালেন পরমব্রত ওরফে মৃত্যুঞ্জয় কর নাকি তাঁকে কষ্ট দিয়েছেন।

কিলবিল সোসাইটির রিভিউ লিখতে গিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘কিলবিল সোসাইটি দেখলাম নজরুল তীর্থে। এসভিএফ সিনেমাসের ৫০ তম অডিটোরিয়াম এটি। সিনেমা হল কমে যাওয়ার যুগে এ এক বিরাট প্রাপ্তি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। লাল কার্পেটের দুপাশে মহিলা ঢাকিদের উৎসবে বিপুল ঘটা করে উদ্বোধন হল। সৃজিতের ছবি দেখার আগ্রহ আমার একটু বেশি থাকে। সমসাময়িক একটা বুদ্ধিমান মনের চলন বোঝার জন্য অপেক্ষা করে থাকি। চরিত্রের লুক, বিষয়, সংলাপ ও গানে ওর একটা নিজের ভুলভুলাইয়া আছে। তাতে দর্শক একবার ঢুকে পড়লে পরিণতির পথ খুঁজতে খুঁজতে গল্পের সাথে জড়িয়ে পড়ে। সেখানেই সৃজিতের গেমপ্ল্যন ভরিয়ে দেয় বক্সঅফিস। আবারও হবে।’

তিনি এদিন আরও লেখেন, ‘নতুন কৌশানিকে দেখে আসুন। পরিশ্রমের ছাপ প্রতিটি অভিব্যক্তিতে স্পষ্ট। বিশ্বনাথ বসুকে দেখার জন্য ছবিটা আমি দুবার দেখতে রাজি। তুলিকা, সন্দীপ্তা ও অনিন্দ্য চমৎকার কাজ করেছে। অনুপমের গান এছবিতে হাঁসের ডিমের কুসুম।’

এরপরই পরমের বিষয়ে লিখতে গিয়ে লেখেন, ‘পরমব্রতর জন্য আলাদা প্যারাগ্রাফ ওর কাজকে সম্মান দেখানোর জন্য। যখন যখন ওর অভিনয় তেমন ভালোলাগেনি, মন খুলে ওকে জানাতে আমার দ্বিধা হয়নি। আজও মন খুলেই লিখছি। বুদ্ধি, মনযোগ ও দক্ষতার খুব ভালো উদাহরণ ওর তৈরি মৃত্যুঞ্জয় কর। একদম সহজ নয় ঐ চরিত্রের গ্রাফ অভিনয়ে ফুটিয়ে তোলা। কম দিনে শুটিং করার যে অদম্য তাড়া থাকে তার ফাঁকে এরম একটা অভিনয়ের চলন তৈরি করা সহজ না। ওকে ব্যক্তিগত ভাবে ভালোবাসি বলেই হয়তো খুব কষ্ট পেয়েছি। মেঘলা পাহাড়ের ঘোলা ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে আমার খুব কান্না পেয়েছে। আমার ওই কষ্টের দায় পরমকেই নিতে হবে।’

কিলবিল সোসাইটি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। এছাড়া আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু প্রমুখ। এই ছবিতে আনন্দ কর ওরফে পরমব্রতকে দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয়ের চরিত্রের। গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *