‘বিকল্প মঞ্চ গড়ে তুলেছি…’

Spread the love

আগামী ১৯ এপ্রিল, ২০২৫, জি. ডি. বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে রূপম ইসলামের ‘একক’ সঙ্গীত পরিবেশনা। এটি ‘একক’ সিরিজ়ের ৬০তম আসর হতে চলেছে। বোরোলিনের ‘খাস একক’ নামের এই আয়োজন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এদিনই প্রকাশিত হবে তাঁর গান সংকলনের দ্বিতীয় খণ্ড— ‘গান সমগ্র ২’।

কী বললেন রূপম?

রূপমের কথায়, ‘৬০তম একক অনেক অর্থেই খাস। ১২ বছর মানে হল একটা যুগ। ১২ বছর ধরে মূলত অপরিচিত গান গাইবার বিকল্প মঞ্চ গড়ে তুলতে পেরেছি, যা ফসিলস-এর তুমুল জনপ্রিয়তার প্রতিস্পর্ধী। প্রতিটি ‘একক’ পূর্ণ প্রেক্ষাগৃহের সম্মান পেয়েছে। এটা নিজেই একটা খাস ব‍্যাপার। এটাকে সেলিব্রেট করতে আমি এমন কিছু পরিকল্পনা নিয়েছি যা সচরাচর ‘একক’-এ দেখা যায় না। আমার যাবতীয় গান খণ্ডে খণ্ডে ‘সমগ্র’ করে করে প্রকাশ করছেন আনন্দ পাবলিশার্স। এই ‘গান সমগ্র’-এর দ্বিতীয় খণ্ড প্রকাশ পাবে এদিন।’

মাত্র ৫০ জন শ্রোতা নিয়ে…

২০১৩ সালের ২৫ জানুয়ারি, রূপম তাঁর ৩৯তম জন্মদিনে মাত্র ৫০ জন শ্রোতা নিয়ে এক অন্তরঙ্গ সমাবেশ হিসেবে ‘একক’ কনসার্ট শুরু করেন। বর্তমানে যা কলকাতার অন্যতম উল্লেখযোগ্য লাইভ কনসার্ট। রূপম ইসলামের এই অনুষ্ঠান তাঁর স্বকীয়তায় এবং তীক্ষ্ণতায় মন জয় করেছে অগুনতি সঙ্গীতানুরাগীর। এখানে শিল্পী স্টেজে সম্পূর্ণ একা।

লকডাউনের সময়েও

রূপম ইসলামের ‘একক’ সামগ্রিক ভাবে তাঁর অনুরাগীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। প্রেম এবং ক্ষতি, অবিচার এবং প্রতিরোধ, বিশ্বাস এবং ভণ্ডামি, বৃহত্তর কিছুর জন্য সংগ্রাম— এই বিষয়গুলো গানের হাত ধরে একক এর পরিবেশনায় উঠে আসে, গান এবং দর্শনকে জীবন্ত করে তোলে। তাঁর কণ্ঠ এবং গিটার, কিবোর্ড, ইউকুলেলে, হারমোনিকা, সব মিলিয়ে রূপম ইসলাম তাঁর আবেগকে সঙ্গীতে প্রতিধ্বনিত করেন। এটি কেবল একটি কনসার্ট-সিরিজ নয়, এ এক অনুভূতির মিলনক্ষেত্র।

লকডাউনের সময়েও থেমে থাকেনি ‘একক’-এর জয়যাত্রা। অনলাইন একক আয়োজিত হয়েছিল, তাঁর নিবেদিতপ্রাণ অনুরাগীদের চাহিদায়, বারবার। তাঁর নিজের থাকার ঘর তখন রূপান্তরিত হয়েছিল স্টুডিওতে। অন্তর্জাল-মাধ্যমে লক্ষ লক্ষ অনুরাগীর সঙ্গে যুক্ত থাকেন রূপম। অনলাইন হলেও লাইভ পারফর্মেন্সগুলি গুণগত মানের দিক থেকে আপোসহীন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *