‘নাইটরা স্পিন খেলতে পারে না,তাই স্লো পিচ পায় না ইডেনে ’!

Spread the love

আইপিএল (IPL) ২০২৫-র ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সম্প্রতি পঞ্জাব কিংসের মাঠে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। মানে এমনভাবে কেকেআরকে হারতে আগে খুব কম দলই দেখেছে। চেন্নাইয়ের পর পঞ্জাবকেও তাঁদের ঘরের মাঠে গিয়ে নাইট বোলাররা কম রানের মধ্যেই বেঁধে ফেলেছিল। তাই আশা করা হয়েছিল সহজেই এই ম্যাচ জিতবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। কিন্তু আসলে আলাদা হয়েছে ফলাফল।

দেখা গেছে, পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৯৫ রানেই অলআউট হয়ে গেছে অজিঙ্কা রাহানের দল। অপ্রত্যাশিতভাবেই ১১২ রানের টার্গেট পাওয়া ম্যাচেও নাইটরা হেরেছে ১৬ রানে। যা দেখেই সকলে অবাক। এমনটা নয় যে চাপের ম্যাচ ছিল। মানে অনেক রান তাড়া করতে নেমে নাইটরা চাপের মুখে নতি স্বীকার করেছে, তেমন নয়।

কিন্তু ধৈর্য্য এবং দক্ষতার যে মিশেলে দল সাফল্য পায়, সেটাই নাইটদের ব্যাটাররা দেখাতে পারেনি। তাই মাত্র ১৫.১ ওভারেই নাইটরা অল আউট হয়। সোজা ব্যাটে খেললেও যেই রান উঠে যেত, স্পিনের বিরুদ্ধে কখনও কাট করতে গিয়ে, তখনও স্টেফ আউট করতে গিয়ে আউট হয়েছে নাইট ব্যাটাররা, যা দেখেই নেটপাড়ায় ট্রোলিং শুরু হয়ে গেছে।

কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক কদিন আগেই ইডেনে ম্যাচ হারের পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে নিয়ে। বারবার হোম অ্যাডভান্টেজ চাওয়া সত্ত্বেও দলকে সেটা দেওয়া হচ্ছে না, উল্টে বিতর্কের মাঝে পড়ে পিচ কিউরেটর নাকি পাবলিসিটি পাচ্ছেন এমন অভিযোগও করতে শোনা যায় নাইট অধিনায়ককে। এবার দল হারতেই পাল্টা ট্রোলিংয়ের সামনে কেকেআর।

কারণ পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ১১২ রান টার্গেট করতে নেমে কেকেআরের ব্যাটারদের অধিকাংশই যুজবেন্দ্র চাহালের স্পিনের শিকার হন। চার ওভারে ২৮ রান দিয়ে চাহাল তুলে নেন চার উইকেট। আর ম্যাক্সওয়েল নেন আরও একটি উইকেট। কেকেআরের যে পাঁচ ব্যাটার পঞ্জাবের স্পিনারদের বলে আউট হয়েছেন তাঁরা হলেন, অজিঙ্কা রাহানে, অংকৃষ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং এবং রিঙ্কু সিং। অর্থাৎ প্রত্যেকেই তাঁরা ব্যাটার, কোনও টেলেন্ডার নয়।

নেটপাড়ায় এই হারের পরই শুরু হয়েছে নাইট ব্যাটারদের নিয়ে ট্রোলিং। দাবি করা হচ্ছে, কেকেআরের ব্যাটাররা তো নিজেরাই স্পিন খেলতে পারে না। সেই কারণেই তাঁদের ভালোর জন্যই ইডেনের পিচ কিউরেটর স্লো টার্নার ট্র্যাক তৈরি করেননা কলকাতায়। নাহলে হোম ম্যাচের ফ্যানদের রাত ১০.৩০টার মধ্যেই বাড়ি ফিরতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *