ফেডারেশনের রোষের মুখে পরিচালক সুদেষ্ণা রায়? বুধবার এক ভিডিয়ো বার্তায় এমনটাই দাবি করলেন পরিচালক সুদেষ্ণা রায়। উত্তর কলকাতার একটি পুরনো বাড়ি থেকে এলেন ফেসবুক লাইভে। সামনে আনলেন বেশ কিছু অভিযোগ।
সেই লাইভে সুদেষ্ণা জানান, দীর্ঘ ২০ বছর ধরে তাঁর সঙ্গে কাজ করা প্রোডাকশন ম্যানেজার শুটিং শুরু হওয়ার মাত্র ছ’দিন আগে কোনও কারণ না জানিয়েই আচমকা কাজ ছেড়ে দিয়েছেন। প্রোডাকশন ম্যানেজার যে গিল্ডের সদস্য, সেই গিল্ড ও ফেডারেশনকে এরপর গোটা ব্যাপারটা জানান সুদেষ্ণা। তবে তাতে কোনো সমাধানসূত্র তো মেলেইনি, সঙ্গে একে-একে ছবির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট বাকি টেকনিশিয়ানরাও কাজ থেকে সরে দাঁড়ান।
বুধবার থেকে স্বপ্ন হলেও সত্যি বাংলা ছবির শুটিং শুরুর কথা ছিল। পরিচালনায় অভিজিত্ গুহ আর সুদেষ্ণা রায়। কিন্তু কেউই এদিন এসে পৌঁছল না সেটে। এরপরই সুদেষ্ণা ফেসবুক লাইভে এসে জানান, ‘টেকনিশিয়ানদের অসহযোগিতার’ কারণে তাঁরা শ্যুট শুরু করতে পারলেন না।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ফেডারেশনের অকারণ হস্তক্ষেপ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। আর বিদুলাকে সমর্থন জানিয়েছেন ইন্দ্রনীল রায়চৌধুরী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়রা। সম্মিলিত ভাবে আদালতে মামলা দায়র করা হয়। ইতিমধ্যেই দুটি শুনানি হয়ে গিয়েছে। পরবর্তী শুনানি ১৯ মে। আপাতত শুনানিতে জানানো হয়েছে, পরিচালকদের কাজে ফেডারেশন হস্তক্ষেপ করতে পারবে না।
তবে এই নিয়ে দুটো ছবি বন্ধ হল। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর সুদেষ্ণা রায়ের ছবির শ্যুটিংও শুরু হল না।
বুধবার ফেসবুক লাইভে এসে সুদেষ্ণাকে বলতে শোনা যায়, ‘আমি ক্ষতিগ্রস্ত, আমার প্রযোজক ক্ষতিগ্রস্ত, শুধু তাই নয়, আমি মানসিক আঘাত পেয়েছি। আমার কাজ পুরো শেষ হয়ে গেল।’