India on Pak Army’s Kashmir Comment। ‘কাশ্মীরের সঙ্গে ওদের একমাত্র সম্পর্ক….’

Spread the love

কাশ্মীর নিয়ে উঠোন চালাকি করতে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আর তাতে ভারতের সামনে পুরোপুরি বেআব্রু হতে হল। মাত্র তিনটি লাইনেই পাকিস্তানের ‘অওকাত’ দেখিয়ে দিল নয়াদিল্লি। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্যকে স্রেফ ফুৎকারে উড়িয়ে দিয়ে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল বললেন, ‘বিদেশের কোনও জায়গা কীভাবে ঘাড়ের শিরা হতে পারে? এটা (কাশ্মীর) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের একমাত্র সম্পর্ক হল যে অবৈধভাবে দখল করে রাখা (কাশ্মীরের) অংশ থেকে সরে যেতে হবে ওই দেশকে।’

আর ভারত সেই মন্তব্য করেছে মঙ্গলবার ইসলামাবাদে প্রথম ‘ওভারসিজ পাকিস্তানিস কনভেনশন’-র মঞ্চ থেকে পাকিস্তানের সেনাপ্রধানের বয়ানের পরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োয় পাকিস্তানি সেনাপ্রধানকে বলতে শোনা গিয়েছে, ‘(কাশ্মীর নিয়ে) আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। ওটা আমাদের ঘাড়ের শিরা ছিল। আমাদের ঘাড়ের শিরা থাকবে। আমরা (কাশ্মীরকে) ভুলব না। আমাদের কাশ্মীরি ভাইদের বীর সংগ্রামে একা ছেড়ে যাব না আমরা।’

জেনারেল মুনির সেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রথমসারির মন্ত্রী এবং বিদেশে বসবাসকারী পাকিস্তানিদের সামনেই। তাঁদের সামনেই পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন, ‘সন্তানের কাছে পাকিস্তানের কাহিনী বলতে হবে আপনাদের। যাতে তারা ভুরে না যায় যে আমাদের পূর্বপুরুষরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের হিন্দুদের থেকে আলাদা বলে মনে করতেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *