২০২৪ সালের অগস্ট মাসের সেই ন্যক্কারজনক ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য, দেশকে। জাস্টিস রব তুলে বারংবার পথে নেমেছেন মানুষ। যোগ দিয়েছেন সেলেবরাও। এবার সেই বিষয়ে টলিউডের একটি অজানা দিক প্রকাশ্যে আনলেন পরিচালক-অভিনেতা অরিন্দম শীল(Arindam Shil)।
কী ঘটেছে?
আরজি কর আন্দোলনের সময় টলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা মুখ হয়ে উঠেছিলেন এই আন্দোলনের। কেউ কেউ আবার নিয়মিত মিছিলে সহনাগরিকদের সঙ্গে পা মিলিয়েছেন, রাতের পর রাত জেগেছেন একটাই ধ্বনি তুলে, বিচার চাই, ‘উই ওয়ান্ট জাস্টিস’। এবার অরিন্দম শীল জানালেন তাঁদের কেউ কেউ ‘ফি’-এর বিনিময়ে এই আন্দোলনে সামিল হয়েছিলেন।
সম্প্রতি দেবী আনলিশড নামক একটি চ্যানেলে এসেছিলেন অরিন্দম শীল। সেখানেই তিনি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে টলিউডের একাংশের নামে এই অজানা, বিস্ফোরক তথ্য ফাঁস করে দেন। বলেন, ‘একটা আন্দোলন ঘটল এই শহরের বুকে, আর সেই আন্দোলনে অনেকে গিয়ে রাস্তায় বসল যাঁরা তার বদলে মোবাইল ফোন নিয়েছে, অ্যাপিয়ারেন্স ফিস নিয়েছে। এখন সেটা তাদেরই সঙ্গী সাথীরা বলে বেড়াচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক।’ যদিও কারও নাম করেননি তিনি।
তিনি এদিন একই সঙ্গে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘মানুষ হিসেবে নিজেদের কতটা ছোট করতে পারি, বেচতে পারি এবং প্রয়োজনে কতটা অন্যের ক্ষতি করতে পারি… তখন একবারও ভাবি না যে এর যে ক্ষতি করছি সেটা আমারও হতে পারে।’
এদিন এই সাক্ষাৎকারে অরিন্দম শীল তাঁর নামে ওঠা হেনস্থার অভিযোগ নিয়েও কথা বলেন। জানান সেগুলো সবই মিথ্যে। তিনি এমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাননি। শুধু তাই নয়, অরিন্দম শীল এদিন সাফ সাফ জানিয়ে দেন ‘ইন্ডাস্ট্রি’তে কেউ কারও বন্ধু হয় না। কিন্তু আরজি কর আন্দোলন নিয়ে যে দাবি করলেন সেটা শুনে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা।