ক্যাপ্টেন নিগার সুলতানা ব্যর্থ হতেই গাড্ডায় পড়ল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারালে এদিনই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলতেন নিগাররা। তবে ক্যারিয়ানদের কাছে হেরে বসায় আপাতত ঝুলে রইল বাংলাদেশের বিশ্বকাপের যোগ্যতা অর্জন।
বৃহস্পতিবার চলতি উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে সম্মুখসমরে নামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এই ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে যেত। হারলেও যদিও এখনই লড়াই থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল না তাদের। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে এটি ছিল ডু অর ডাই ম্যাচ। বাংলাদেশের কাছে হারলেই ক্যারিবিয়ানদের পরবর্তী বিশ্বকাপ খেলার স্বপ্ন জলাঞ্জলি দিতে হতো।
শেষমেশ মরণ-বাঁচন ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই সুবাদে বিশ্বকাপের টিকিট হাতে পাওয়ার সম্ভাবনা জিইয়ে থাকে তাদের। বাংলাদেশকে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। যদিও ওয়েস্ট ইন্ডিজকেও তাদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে হবে।
বৃহস্পতিবার লাহোরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ক্যাপ্টেন নিগার সুলতানা ব্যট হাতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের পক্ষে বড় রানের ইনিংস গড়া সম্ভব হয়নি। প্রথম ম্যাচে শতরান ও পরের ২টি ম্যাচে টানা দু’টি হাফ-সেঞ্চুরি করা নিগার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ বলে ৫ রান করে আউট হন।
শর্মিন আক্তার ও ফরজানা হকের ব্যাটে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৭ রান তোলে। ফরজানা ৭৮ বলে ৪২ রানের ধীর ইনিংস খেলেন। তিনি ৩টি চার মারেন। ৭৯ বল ৬৭ রান করেন শর্মিন। তিনি ১০টি চার মারেন। এছাড়া নাহিদা আক্তার ২৫ ও রাবেয়া খান ২৩ রানের যোদগান রাখেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৯ রানে ৪ উইকেট দখল করেন আলিয়া অ্যালেইন। ৪২ রানে ২টি উইকেট নেন ক্যাপ্টেন হেইলি ম্যাথিউজ। ৪৩ রানে ২টি উইকেট নেন অ্যাফি ফ্লেচার। ৩৮ রানে ১টি উইকেট নেন শিনেলে হেনরি।
লড়াকু জয়ে বিশ্বকাপের টিকিট অর্জনের দৌড়ে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৬ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২৮ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৪ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতেন হেইলি ম্যাথিউজরা। ক্যারিবিয়ানদের হয়ে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন শিনেলে হেনরি। তিনি ৪৮ বলে ৫১ রান করে নট-আউট থাকেন। মারেন ৫টি চার ও ২টি ছক্কা।
হেইলি ম্যাথিউজ ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৩৩ রান করেন। এছাড়া কিয়ানা জোসেফ ৩১ ও স্টেফানি টেলর ৩৬ রানের কার্যকরী যোগদান রাখেন। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ৩৮ রানে ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হন অ্যালেইন।