হুইলচেয়ারে বসে থাকা ভক্তের কাছে এগিয়ে গেলেন ধোনি

Spread the love

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি যে কেবল মাঠের পারফরম্যান্সের জন্যই নয়, তাঁর নম্রতা এবং মানবিকতা দিয়েও ক্রিকেট দুনিয়ায় অগণিত হৃদয় জয় করে নিয়েছেন। শান্ত স্বভাব ও সাধারণ জীবনযাপনের জন্য ধোনি ভক্তদের কাছে পরিচিত। তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি কোটি কোটি ভক্তের প্রিয়।

সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে যেখানে ধোনিকে একটি বিমানবন্দরে দেখা যাচ্ছে। সেখানে মাহি যখন তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাঁটছিলেন তখন একজন হুইলচেয়ারে বসে থাকা ভক্ত ছবি তোলার জন্য ধোনির কাছে আবদার করতে থাকেন। সেই সময়ে সকল নিরাপত্তারক্ষীদের থামিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়েন মহেন্দ্র সিং ধোনি। তিনি সেই হুইলচেয়ারে বসে থাকা ভক্তের সঙ্গে ছবি তোলেন। ধোনি নিজের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করে ওই ভক্তের অনুরোধে সাড়া দেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি।

ধোনি যখন নিরাপত্তারক্ষী ও পুলিশের ঘেরাওয়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন হুইলচেয়ারে বসে থাকা সেই ভক্ত ছবি তোলার অনুরোধ করেন। নিজের ফোন বের করে দেন। ধোনি সঙ্গে সঙ্গে থেমে গিয়ে ভক্তের থেকে ফোন নিয়ে খুশি মনে তাঁর সঙ্গে ছবি তোলেন। এটি একটি হৃদয়গ্রাহী মুহূর্ত তৈরি করে।

এই ঘটনাটি ঘটেছে আইপিএল ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস (CSK)-এর গুরুত্বপূর্ণ জয়ের ঠিক পরেই। সেই ম্যাচে ধোনি মাত্র ১১ বলে অপরাজিত ২৬ রান করে দলকে জয়ের পথ দেখান এবং ১৬৭ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করতে দলকে সাহায্য করেন।

চেন্নাই সুপার কিংস এই ম্যাচটি ৫ উইকেটে জেতে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে জয়ের ফলে দলকে এক বিশাল স্বস্তি এনে দেন ধোনি। তবে এটি লখনউ সুপার জায়ান্টসের কাছে বড় ধাক্কা ছিল কারণ তারা তাদের টানা চারটি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়।

এই ম্যাচ শেষে ধোনি চিপক স্টেডিয়ামের পিচ উন্নয়ন নিয়েও মত প্রকাশ করেন। তিনি মাঠকর্মীদের উদ্দেশ্যে বলেন, পিচ যেন আরও ভালো ব্যাটিং সহায়ক হয়, যাতে খেলোয়াড়েরা আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে পারেন। তবে এদিনের এমএস ধোনির এই মানবিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বগুণ একবার নয়, বারবার প্রমাণ করে দেয় কেন তিনি শুধু একজন ক্রিকেটার নন, বরং কোটি ভক্তের অনুপ্রেরণা ও ভালোবাসার প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *