Who is Rinku Majumdar। আছে ২৫ বছর বয়সি এক ছেলে! কে দিলীপ ঘোষের এই হবু স্ত্রী রিঙ্কু মজুমদার?

Spread the love

বিয়ে করতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিগত কয়েক বছর ধরে বাংলার রাজনীতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠা দিলীপ আজই ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বলে দাবি করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। তাঁর হবু স্ত্রীর নাম রিঙ্কু মজুমদার। কিন্তু কে তিনি? রিপোর্ট অনুযায়ী, রিঙ্কু নিউটাউনের বিজেপি মহিলা মোর্চার নেত্রী। তাঁকে নাকি দিলীপ ঘোষই দলের সঙ্গে যুক্ত করেছিলেন। এদিকে টিভি৯ বাংলার রিপোর্টে দাবি করা হয়েছে, রিঙ্কু মজুমদার ডিভোর্সি। তাঁর ২৫ বছর বয়সি এক ছেলে আছে। দিলীপের হবু স্ত্রীর ছেলে সল্টলেকের এক আইটি সংস্থার অফিসে কাজ করেন। এদিকে রিঙ্কুর নিজের বয়স ৫১ বছর।

এদিকে জানা যাচ্ছে, দিলীপ ঘোষ তাঁর মায়ের কথায় বিয়ের জন্যে রাজি হয়েছেন। দিন কতক আগে ইডেন গার্ডেন্সে আইপিএলের একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময়ই হয়েছিল পাকা কথা। আর ১৮ এপ্রিল ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রিপোর্টে দাবি করা হয়েছে, দিলীপ ঘোষকে বিয়ের জন্যে রাজি করাতে তাঁর মা পুষ্পলতা ঘোষের সঙ্গে কথা বলেছিলেন রিঙ্কু নিজেই। উল্লেখ্য, দিলীপ নিজের মাকে নিউটাউনের ফ্ল্যাটে এনে রেখেছেন। সেখানেই নাকি পুষ্পলতাদেবীর সঙ্গে আলাপ হয়েছিল রিঙ্কুর।

এদিকে ষাটোর্ধ্ব দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। এরই মাঝে রাজনৈতিক আঙিনায় গুঞ্জন, দল বা আরএসএস কি দিলীপ ঘোষকে বিয়ে করতে বারণ করেছিল? এই আবহে টিভি৯ বাংলার এক রিপোর্টে দাবি করা হয়েছে, আরএসএসের অনেকে নাকি দিলীপ ঘোষকে এই বিয়ে করতে বারণ করেছিল। যদিও এই নিয়ে দিলীপ ঘোষ বা সঙ্ঘের তরফ থেকে কেউ কিছু বলেনি। তবে বিজেপির অনেকের মনেই নাকি শঙ্কা, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষের এই বিয়ের জেরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কি না। এদিকে রাজনীতিতে রিঙ্কুর প্রবেশ ঘটেছিল দিলীপের হাত ধরেই। সেই রিঙ্কুকেই দিলীপ বিয়ে করায় তথাগত রায়ের ‘কামিনী কাঞ্চনের’ অভিযোগ প্রতিষ্ঠা পেল কি না, তা নিয়েও কানাঘুষো শুরু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *