WB Toppers in JEE Main Result 2025। সর্বভারতীয় জয়েন্টে ‘প্রথম’ বাংলার ২ পড়ুয়া!মাধ্যমিকেও ফার্স্ট হয়েছিলেন

Spread the love

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় বাজিমাত করল পশ্চিমবঙ্গ। কারণ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (জেইই মেন) পরীক্ষায় যে ২৪ জন প্রার্থীর প্রাপ্ত ‘স্কোর’ ১০০-তে ঠেকেছে, তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের দু’জন পড়ুয়া রয়েছেন। ওই ২৪ জনের মধ্যে আলাদাভাবে আপাতত কোনও র‍্যাঙ্ক প্রকাশ করা হয়নি। অ্যাপ্লিকেশন নম্বরের ভিত্তিতে পরপর ওই ২৪ জন প্রার্থীর নাম দেওয়া হয়েছে। সর্বভারতীয় জয়েন্টের আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝির প্রাপ্ত পার্সেন্টাইল হল ১০০। দেবদত্তা তো মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিলেন। আর এবার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় বাজিমাত করলেন পূর্ব বর্ধমানের মেয়ে।

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাসে ১০০ পার্সেন্টাইল পেলেন কারা কারা?

এবারের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় যাঁরা ১০০ স্কোর করেছেন, তাঁদের মধ্যে সর্বাধিক সাতজন হলেন রাজস্থানের। তাছাড়া তেলাঙ্গানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশেরও তিনজন করে প্রার্থী সেই নজির গড়েছেন। পশ্চিমবঙ্গ, গুজরাট এবং দিল্লি থেকে দু’জন করে পড়ুয়া ১০০ পার্সেন্টাইলের গণ্ডি ছুঁয়েছেন। আর সেই তালিকায় অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের একজন করে প্রার্থী সেই তালিকায় ঠাঁই পেয়েছেন। সার্বিকভাবে ওই ২৪ জনের মধ্যে দু’জন মেয়ে আছেন। বাকি ২২ জন ছেলে।

১) মহম্মদ আনাস: রাজস্থান।

২) আয়ূষ সিংঘল: রাজস্থান।

৩) অর্চিষ্মান নন্দী: পশ্চিমবঙ্গ।

৪) দেবদত্তা মাঝি: পশ্চিমবঙ্গ।

৫) আয়ূষ রবি চৌধুরী: মহারাষ্ট্র।

৬) লক্ষ্য শর্মা: রাজস্থান।

৭) কুশাগ্রা গুপ্তা: কর্ণাটক।

৮) হর্ষ এ গুপ্তা: তেলাঙ্গানা।

৯) আদিত প্রকাশ ভাগড়ে: গুজরাট।

১০) দাক্ষ: দিল্লি।

১১) হর্ষ ঝা: দিল্লি।

১২) রজিত গুপ্তা: রাজস্থান।

১৩) শ্রেয়স লোহিয়া: উত্তরপ্রদেশ।

১৪) সক্ষম জিন্দল: রাজস্থান।

১৫) সৌরভ: উত্তরপ্রদেশ।

১৬) বাঙ্গালা অজয় রেড্ডি: তেলাঙ্গানা।

১৭) সানিধ্য শরাফ: মহারাষ্ট্র।

১৮) বিশাদ জৈন: মহারাষ্ট্র।

১৯) অর্ণব সিং: রাজস্থান।

২০) শিবেন বিকাশ তোশনিওয়াল: গুজরাট।

২১) কুশাগ্র বৈগাহা: উত্তরপ্রদেশ।

২২) সাই মানোঙ্গনা গুথিকোন্ডা: অন্ধ্রপ্রদেশ।

২৩) ওমপ্রকাশ বেহেরা: রাজস্থান।

২৪) বাণীব্রত মাঝি: তেলাঙ্গানা।

পশ্চিমবঙ্গের আশপাশের রাজ্যের টপার হলেন কারা?

আবার রাজ্যভিত্তিক টপারের নিরিখে অসম থেকে প্রথম স্থান অধিকার করেছেন প্রাঞ্জলকুমার সিং। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৮৩৭৯৫২। ঝাড়খণ্ড থেকে শীর্ষস্থান অধিকার করেছেন আরিয়ান মিশ্র। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৯৯০৯৬৮। ত্রিপুরা থেকে প্রথম স্থান অধিকার করেছেন অর্ঘ্যদীপ দেব। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৮০৭৫৭৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *