মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সোমবার তাঁর পরিবারের সাথে তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছচ্ছেন। এখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা সেই বৈঠকে স্থান পাবে বলে আশা করা হচ্ছে। এই আবহে তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেই সফরের জন্য ইতালির রাজধানী রোম থেকে স্ত্রী এবং সন্তানদের নিয়ে বিমানে চাপলেন ভান্স। তাঁদের বিমানে ওঠার সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে। এবং সেটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ভান্সের সন্তানরা হাতে খেলনা তলোয়ার নিয়ে তা ঘোরাতে ঘোরাতে বিমানে উঠছে।
উল্লেখ্য, এর আগে মোদী ফ্রান্স হয়ে মার্কিন সফরে গিয়েছিলেন কয়েকদিন আগেই। সেই সময় ফ্রান্সে এআই সম্মেলনের ফাঁকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে একবার কথা হয়েছিল নরেন্দ্র মোদীর। পরে ফ্রান্সে জেডি ভান্স এবং ঊষা ভান্সের ছেলে বিবেকের জন্মদিনেও সময় কাটিয়েছিলেন মোদী। এদিকে এবার ভারতে এসে নয়াদিল্লি, জয়পুর ও আগ্রায় যেতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সফরকালে সাংস্কৃতিক নানা কর্মসূচিতে অংশ নিতে পারেন জেডি ভান্স।
দিল্লিতে আগমনের পরে বিমানবন্দরে গার্ড অফ অনার দেওয়া হবে জেডি ভান্সকে। এরপর ভান্স দম্পতি দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই মধ্য দিল্লিতে যেতে পারেন। সেখানে ভারতের তৈরি হস্তশিল্প ও বস্ত্রের একটি আউটলেটে কেনাকাটা করতে পারেন তাঁরা। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনে জেডি ভান্সের জন্যে সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা এই নৈশভোজে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। নৈশভোজের পরেই সোমবার রাতে নয়াদিল্লি থেকে জয়পুর যাবেন জেডি ভান্স ও তাঁর পরিবার। ২২ এপ্রিল তাঁদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে রাজস্থানের গভর্নর এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সেখানে আমের ফোর্ট, যন্তর মন্তর, সিটি প্যালেস এবং হাওয়া মহল পরিদর্শন করবেন তাঁরা। এরপর বিকেলে রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে ভাষণ দেবেন এবং পরে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে কিছু বৈঠক করবেন। তারপর ২৩ এপ্রিল তাজমহল দেখতে আগ্রায় যাবেন জেডি ভান্স ও তাঁর পরিবার।