লোকসভার বিরোধী দলেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতার দাবি, নির্বাচন কমশন আপস করছেষ। তাঁর কথায়, সিস্টেমে খুব বড় কোনও গলদ আছে। উল্লেখ্য, রবিবার আমেরিকার বস্টনে পৌঁছান রাহুল গান্ধী। সেখানেই প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাহুল নির্বাচন কমিশনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। নিজের দাবির পক্ষে তিনি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরেন। তিনি দাবি করেন যে দুই ঘণ্টার মধ্যে ৬৫ লক্ষ ভোট পড়েছে বলে কমিশন দাবি করেছিল। তবে এটা অসম্ভব বলে পালটা দাবি রাহুলের।
রাহুল গান্ধী বলেন, নির্বাচনের দিন বিকেল সাড়ে পাঁচটায় আমাদের নির্বাচন কমিশন যে সংখ্যা দিয়েছিল, সন্ধ্যা সাড়ে সাতটায় সেই সংখ্যার সঙ্গে যুক্ত হয় আরও ৬৫ লাখ ভোট। যা আক্ষরিক অর্থে অসম্ভব। আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে নির্বাচন কমিশনে আপস চলছে। গোটা সিস্টেমে বড় রকমের গলদ আছে। এদিকে রাহুল এবং বিরোধীরা এর আগেও এই একই অভিযোগ নিয়ে সরব হয়েছিল। তবে সেই কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে রাহুলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন, ‘এটা খুবই দুঃখজনক। রাহুল গান্ধী বিদেশে গিয়ে এমন প্রতিষ্ঠানগুলি সম্পর্কে মিথ্যা প্রচার করেন যা দেশের সংবিধান দ্বারা সৃষ্ট। এবং তাদের অপমান করার চেষ্টা করছেন রাহুল। তিনি গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেন। আমার মনে হয় বারবার নির্বাচনে হেরে যাওয়ার পর তার উপর যে প্রভাব পড়েছে, তার জেরেই তিনি এই ধরনের কাজ করছেন। রাহুল গান্ধী যেভাবে আচরণ করছেন তাতে তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে। এই ধরনের কাজ করার পরিবর্তে, যদি তিনি জনগণের মধ্যে যান এবং জনগণের আস্থা ফিরে পান, তাহলে তিনি নির্বাচনে জিততে পারবেন।’