Sourav Ganguly। ৪ বছরে নেবেন ১২৫ কোটি!

Spread the love

বাঙালির কাছে ‘দাদাগিরি’ মানেই ইমোশন, ‘দাদাগিরি’ মানে একটাই মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝে কিছুটা সময় মিঠুন চক্রবর্তীকে এই অনুষ্ঠানের প্রধান মুখ হিসেবে দেখা গেলেও, পরে আবার নিজের সিংহাসনে স্বমহিমায় ফেরেন বাঙালির ‘দাদা’ সৌরভ। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল আর ‘দাদাগিরি’তে দেখা যাবে না তাঁকে, ফলে স্বাভাবিক ভাবেই মুষড়ে পড়েছিলেন দাদার ভক্তরা। তবে পরে জানান যায় তাঁকে একটি কুইজ শোতে দেখতে পাবেন দর্শকরা, ঠিক আগের মতোই। পাশাপাশি তাঁকে দেখা যাবে ‘বিগবস’-এও। তবে এবার আর জি বাংলা নয়, বরং স্টার জলসায় ধরা দেবেন তিনি। আর এই খবরে সম্প্রতি সিলমোহরও দিয়েছেন সৌরভ।

৪ বছরের জন্য দাদার সঙ্গে ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে স্টার জলসার। ‘বিগবস’ ও নতুন কুইজ শোতে দেখা যাবে মহারাজকে। ২০২৬ সালের জুলাই থেকে তাঁকে স্টার জলসার পর্দায় দেখা যাবে দুই শোয়ে।

এই নিয়ে বিগত কয়েকদিন ধরেই চলছিল চর্চা। এই প্রসঙ্গে দাদা আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে আমায়। আমি সেটা গ্রহণ করেছি। নতুন নতুন কাজ, নতুন কিছু করার নেশা সারা ক্ষণ তাড়িয়ে বেড়ায়। সেই কারণেই নতুন চ্যানেলে নতুন রূপে।’

তাঁর কথায়, ‘আমায় কাজ টানে। কাজ করলে তো উপার্জন হবেই। তবে শুধুই উপার্জন আমার লক্ষ্য নয়। একটা উদাহরণ দিই। দর্শক ‘দাদাগিরি’ দেখতে ভালবাসেন। আমায় ভালবাসেন। আমায় দেখতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাঁরা টেলিভিশনে চোখ রাখেন। এটা কম পাওনা নয়! আমার সঞ্চালনায় একটা অনুষ্ঠান রেটিং চার্টে ভালো ফল করে। যা দেখে পরিচালক, দলের বাকিদের মুখ আনন্দে ঝলমলিয়ে ওঠে। এ সব যখন দেখি, পারিশ্রমিকের কথা মনেই থাকে না।’সেই সাক্ষাৎকারে সৌরভ দাবি করে বসেন, পারিশ্রমিক, টাকা এইসব নাকি তাঁকে ভাবায় না। বরং সৌরভ নতুন নতুন সব কাজের মধ্যে দিয়ে নিজেকে নতুন রূপে আবিষ্কার করতে পেরে খুশি। তিনি বলেন, ‘এখন আর টাকার নেশায় কোনও কাজ করি না। কাজের নেশায় কাজ করে যাই। আরও ভাল কী করতে পারি— এই ভাবনা আমায় দৌড় করায়। এখনও কাজের খিদে কমেনি। যত দিন এই খিদে থাকবে, কাজ করেই যাব।’তবে শুধু সাফল্যের চূড়া দাঁড়িয়েই যে তিনি এমনটা ভাবেন, তা কিন্তু নয়। বরাবরই তিনি কাজ করতে ভালোবেসেছেন। সেই টানেই বার বার নিজেকে নানা পরীক্ষার মুখে ফেলেছেন। কখনও ফলের আশা করেননি। তবে তারপরও যে সাফল্য তিনি পেয়েছেন, তা তাঁর প্রাপ্তি বলেই মনে করেন তিনি। তবে এই ১২৫ কোটি ছড়িয়ে পড়তেই নতুন করে চর্চায় বাংলার মহারাজ। বাংলায় সর্বোচ্চ পারিশ্রমিক হচ্ছে তাঁর। এর আগে কোনো তারকা এত বেশি রোজগার করেননি। রেকর্ড ব্রেকিং টাকায় চ্যানেলবদল করলেন তিনি।

সূত্রের খবর, দুই শোয়ের জন্য বছরে মোট ৩৪ দিন করে সময় দেবেন দাদা। অবশ্য সৌরভ মোটা রোজগার করেন ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ হিসেবেও। সেক্ষেত্রেও এই মুহূর্তে ৪৮টি মুখ তিনি। সেখানেও খুব শীঘ্রই হয়তো সেখানেও হাফ সেঞ্চুরি করে ফেলবেন দাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *