সম্প্রতি মুর্শিদাবাদে গিয়ে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(Cv Anand Bose)। আবার ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে মালদাতেও গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারণ সত্ত্বেও সেখানে এই সফরে গিয়েছিলেন বোস। এবং সেখান থেকে কলকাতায় ফিরতেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। জানা গিয়েছে রাজ্যপালের হার্টে ব্লকেজ ধরা পড়েছে। এই আবহে বাইপাস সার্জরির সম্ভাবনা আছে। রাজ্যপালকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রিপোর্ট অনুযায়ী, রাজ্যপাল সিভি আনন্দ বোস অসুস্থ হওয়ার পরই তাঁকে তড়িঘড়ি কমান্ড হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। তবে তাঁকে শীঘ্রই অ্যাপোলোতে নিয়ে যাওয়া হতে পারে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যপালের শরীর খারাপ। তাঁকে দেখে এলাম।’ এদিকে রাজ্যপালের শারীরিক অবস্থা নিয়ে তদারকি করার জন্যে সরাসরি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, আজ সকালে আচমকা বুকে ব্যথা অনুভব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় নানা পরীক্ষা। তাতে দেখা যায় যে তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। এই খবর পেয়ে শালবনি যাওয়ার আগে কমান্ড হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মমতা। এর আগেই রাজ্যপাল মালদা এবং মুর্শিদাবা সফরে গিয়ে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করে এসেছিলেন। তা নিয়ে কার্যত তিনি রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে গিয়েছিলেন। আর কলকাতায় ফিরেই অসুস্থ হলেন তিনি। এই আবহে আপাতত তাঁকে কমান্ড হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাঁকে অ্যাপোলোয় নিয়ে যাওয়া হতে পারে বলে দাবি এবিপি আনন্দের রিপোর্টে। রাজভবন অবশ্য এখনও পর্যন্ত বলছে যে কমান্ড হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ করা হবে।