বাসের চাকা পিষে দিল বাইক আরোহীর মাথা! মৃত্যু যুবকের

Spread the love

আজ, সোমবার সকালে ভিআইপি রোডে উপর মারাত্মক পথ দুর্ঘটনা ঘটে গিয়েছে। আর তা দেখে শিউরে উঠেছেন পথচলতি মানুষজন। কারণ বাসের চাকা পিষে দিয়ে চলে গেল মোটরবাইক আরোহীর মাথাকে। এই ঘটনায় আটক করা হয়েছে ঘাতক বাস এবং বাসের কনডাক্টরকে। সপ্তাহের কাজের দিনের শুরুতেই সকালে এই পথ দুর্ঘটনার জেরে ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে তীব্র যানজট দেখা দিয়েছে। সরকারি বাসের চাকায় পিষ্ট মোটরবাইক আরোহী বলে খবর। এই পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মোটরবাইক চালকের। ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ের পথ দুর্ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনার পর পলাতক ওই বাসচালক। তার খোঁজে তল্লাশি চলছে।

এদিকে আজ সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে পথ দুর্ঘটনা ঘটে। বারাসাত থেকে গড়িয়া যাচ্ছিল এসি–৩৭ রুটের বাস। তখন কেষ্টপুরের দিক থেকে উল্টোডাঙার পথে যাচ্ছিলেন ওই মোটরবাইক আরোহী। তখনই ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। তীব্র গতিতে ধেয়ে আসছিল ওই সরকারি বাস বলে অভিযোগ। তারপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর বাসের চাকা পিষে দেয় ওই মোটরবাইক আরোহীকে। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সাইকেলের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে ওই মোটরবাইকটির। তার জেরে রাস্তায় ছিটকে পড়ে যান মোটরবাইক আরোহী। ঠিক তখনই এসি ৩৭ রুটের বাসের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, তীব্র গতিতে ওই বাস ঘটনাস্থলেই মোটরবাইক চালকের মাথার উপর দিয়ে চলে যাওয়ায় মৃত্যু হয়েছে তাঁর। পথ দুর্ঘটনার জেরে মোটরবাইক চালককে ওখান থেকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম দেবরাজ দাস। তিনি উল্টোডাঙার বাসিন্দা। কেষ্টপুর থেকে উল্টোডাঙার পথেই যাচ্ছিলেন যুবক দেবরাজ। কিন্তু একটি সাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় তিনি রাস্তায় পড়ে যান। ব্যালেন্স রাখতে না পেরেই পড়ে যান ওই যুবক। তখনই বাস এসে তাঁর মাথা পিষে দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতে হয়।

এছাড়া স্থানীয় লোকজন এবং পথচারীরা এই ঘটনা দেখে রে রে করে ওঠেন। ছুটে আসেন। কিন্তু ওই মর্মান্তিক এবং মারাত্মক পথ দুর্ঘটনার পর তাঁকে বাঁচানো যায়নি। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। নানা সচেতনতার উদ্যোগ নিয়েও পথ দুর্ঘটনা থামানো যাচ্ছে না। যদিও ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করতে পেরেছে পুলিশ। তবে এই ঘটনার পর পালিয়ে গিয়েছে চালক। পথ দুর্ঘটনার জেরে ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে ক্ষণিকের জন্য তীব্র যানজট তৈরি হয়। অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়েন অফিসযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *