সপ্তাহের শুরুতেই লগ্নিকারীদের কাছে সুখবর বয়ে নিয়ে এসেছে দালাল স্ট্রিট। চড়চড়িয়ে উঠল সেনসেক্স, নিফটির সূচক। সোমবার বাজার খুলেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫৬৩ পয়েন্ট বৃদ্ধি পায়। এদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৪৫ পয়েন্ট বেড়েছে। বেলা আরও বাড়তেই বিএসই বা সেনসেক্সের সূচকে দেখা গিয়েছে রকেট গতিতে উত্থান। একই গতি দেখা গিয়েছে নিফটিতেও।
সোমবার দিনের শেষে সেনসেক্স ৮৫৫.৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁছে যায় ৭৯,৪০৮.৫০ পয়েন্টে। পাশাপাশি ২৭৩.৯০ পয়েন্ট বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক। যার জেরে এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে নিফটি পৌঁছে যায় ২৪,১২৫.৫৫ পয়েন্টে। এদিন টেক মহিন্দ্রা, ট্রেন্ট লিমিটেড, গেইল ইন্ডিয়া লিমিটেড, লোধা, হিরো মোটরস, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের মতো শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই শেয়ারগুলি। পাশাপাশি এই বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে গোদরেজ, আদানি পোর্ট, ব্রিটানিয়া, এইচডিএফসি লাইফ, আইটিসি, এশিয়ান পেন্টস-এর মতো শেয়ারগুলিতে। ব্যাঙ্কিং সেক্টর ও আইটি সেক্টরের শেয়ারগুলিতে সবুজ ইঙ্গিত দেখা গিয়েছে।
অন্যদিকে, সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি পিএসই, নিফটি সার্ভিসেস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক।শেয়ার বাজারের প্রায় সবকটি সেক্টরেই বিনয়োগ বেড়েছে।
এর আগে ১৭ এপ্রিল সকালে সেনসেক্স ১৫০০ পয়েন্ট বেড়েছে, অর্থাৎ ২ শতাংশের উত্থান আসে সূচকে। মার্কিন পাল্টা শুল্ক নীতির জন্য প্রায় একমাস ধরে লাগাতার নিচের দিকে নামছিল শেয়ার বাজার। সম্প্রতি, বর্ধিত শুল্কহার কার্যকর হওয়ার উপর ৯০ দিনের স্থগিতাদেশের ঘোষণা হতেই ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। অস্থিরতার সামান্য বৃদ্ধি সত্ত্বেও, বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনার আশঙ্কা কমতে শুরু করায় ইতিবাচক ফল দেখা দিয়েছে। ব্যাপক আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। ডোনাল্ড ট্রাম্পের ২ এপ্রিলের পাল্টা শুল্ক ঘোষণার ফলে দালাল স্ট্রিট যে আতঙ্কের সৃষ্টি করেছিল, তা কাটিয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে অভিজ্ঞ মহলের তরফে।