ভারতকে ICC-র বাড়তি সুবিধে দেওয়া প্রসঙ্গে এবার ভনকে ধুইয়ে দিলেন রবি শাস্ত্রীও

Spread the love

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের হারের জন্য ভারতকে দায়ী করেছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন(Micheal Von)। তিনি আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, ভারতের পক্ষ নেওয়ার। এবার এই প্রসঙ্গে ভনকে এক হাত নিলেন ভারতের প্রাক্তন কোচ এবং কিংবদন্তি রবি শাস্ত্রী(Ravi Shastri)।

ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছিলেন ভন


ভন দাবি করেছিলেন, গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ভারতের সেমিফাইনাল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসি অন্য দলের প্রতি অন্যায় করেছে। দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যে টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের সময়ে নিজের এক্স হ্যান্ডলে হতাশা উগরে দিয়ে ভন লিখেছিলেন, ‘অবশ্যই এই সেমিফাইনাল (আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা) ম্যাচটি গায়ানার হওয়া উচিত ছিল… কিন্তু পুরো ইভেন্টটি ভারতের দিকে তাকিয়ে তৈরি করা হয়েছে, যা অন্যদের উপর খুব অন্যায়।’

রবি শাস্ত্রী ধুইয়ে দিলেন ভনকে
শুক্রবার টাইমস নাউ-এর সাথে কথা বলার সময়ে ভনকে তীব্র আক্রমণ করে রবি শাস্ত্রী বলেছেন, ‘মাইকেল ভন যা ইচ্ছে বলতেই পারে। ভারতে কেউ সেটার পাত্তাও দেয় না। ইংল্যান্ড দলের সমস্যা আগে মেটাক। সেমিফাইনালে ইংল্যান্ডের যা হাল হয়েছে, সেই সম্বন্ধে ওর আগে কথা বলা উচিত। ভারতের কাপ জেতার অভ্যাস আছে। জানি, ইংল্যান্ড দু’বার জিতেছে। তবে ভারত চার বার জিতেছে। আমার মনে হয় না, মাইকেল কোনও দিন কাপ হাতে ধরেছে। তাই কিছু বলার আগে দু’বার ভাবা উচিত। ও আমার সহকর্মী, কিন্তু ওর সমালোচনার জবাব এটাই।’

সূর্যকুমারের ক্যাচ নিয়ে কী বললেন শাস্ত্রী?
টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শেষ ওভারে সূর্যকুমার যাদব যে ক্যাচটি ধরেছেন, তা নিয়ে নানা বিতর্ক চলছে। রবি শাস্ত্রী(Ravi Shastri) বলেছেন, ‘আঙুর ফল টক। পাঁচ বছর পর রেকর্ড বুক দেখো। ভারতের নাম খোদাই করা থাকবে।’

এমন কী দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়েও তিনি সরব হন। তিনি ভারত এবং আইসিসি-কেই পরোক্ষে আক্রমণ করেন। ভারত ফাইনালে উঠতে চলেছে, বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই ভন এক্সে দাবি করেছিলেন যে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি মন্থর এবং স্পিনিং উইকেটে আরও ভালো খেলেছে। তিনি লিখেছেন, ‘ভারত চূড়ান্ত ভাবে ফাইনালে ওঠার যোগ্য… এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল… এই পিচ ইংল্যান্ডের জন্য সব সময়ই কঠিন ছিল… ধীর গতির স্পিনিং পিচ ভারতের জন্য অনেক ভালো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *