IND vs PAK WCL 2024: ‘ইউনিসের বুড়ো দলই রোহিতদের হারিয়ে দিত’

Spread the love

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে টানা তিনটি ম্যাচ জিতেছে পাকিস্তান। আর তাতেই পাকিস্তান চ্যাম্পিয়নসকে ‘অপরাজেয়’ তকমা দিয়ে দিলেন এক পাকিস্তানি সাংবাদিক। শুধু তাই নয়, আরও এক কদম এগিয়ে গিয়ে ওই সাংবাদিক দাবি করলেন যে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলকেও হারিয়ে দিত শাহিদ আফ্রিদি, শোয়েব মালিক, ইউনিস খানদের এই পাকিস্তান চ্যাম্পিয়নস টিম। যা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি ভারতীয় নেটিজেনরা। কেউ-কেউ তো একদম সরাসরি বলে দিয়েছেন যে ‘টাকা আর (সোশ্যাল মিডিয়ায়) রিচ পাওয়ার জন্য নিজের দেশেরই অপমান করছেন। লজ্জাজনক। নিজেই নিজের দেশের প্রতি খারাপ আচরণ করছেন।’ এমনকী পাকিস্তানের নেটিজেনরাও বলেছেন, ‘আপনার এই কথার সঙ্গে আমি একেবারেই একমত নই।’

ইন্ডিয়া চ্যাম্পিয়নসকে হারিয়ে দিয়েছে পাকিস্তান

শনিবার এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে ইন্ডিয়া চ্যাম্পিয়নসকে ৬৮ রানে হারিয়ে দিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। সেই জয়ের ফলে টানা তিনটি ম্যাচে জিতে আপাতত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইউনিসের দল। আর তারপরই পাকিস্তানের ওই সাংবাদিক বলেন, ‘এই পাকিস্তান চ্য়াম্পিয়নস টিম অপরাজেয়। এই দলটা যদি খেলত, তাহলে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার দলকেও হারিয়ে দিত।’

আসল বিশ্বকাপে ভারতের কাছে হেরেছে পাকিস্তান

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে জিতলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে গিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে মাত্র ১১৯ রানে অল-আউট গিয়েছিল ভারত। জবাবে ২০ ওভারে সাত উইকেটে ১১৩ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। শুধু তাই নয়, আমেরিকার কাছেও হেরে গিয়েছিল। তার ফলে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল। সেই রেশ ধরে এক নেটিজেন বলেছেন, ‘লেজেন্ডসরা যখন পাকিস্তানের জাতীয় দলে খেলতেন, তখনও তাঁরা ভারতের কাছে হারতেন।’

চরম খোঁচা পাকিস্তানি সাংবাদিককে

তারপরই ওই পাকিস্তানি সাংবাদিককে তুমুল খোঁচা দিয়েছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, ‘উফ! ভারতীয় দলকে নিয়ে এই যে আপনি কাঁদেন, সেটা কখনও থামবে না।’ এক ভারতীয় নেটিজেন আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে বার্বাডোজের মাঠে রোহিত শর্মা যখন তেরঙা নিয়ে এসেছিলেন, সেই ছবি দিয়ে স্রেফ হাসতে থাকেন।

এক নেটিজেন বলেন, ‘ও মাই গড। এটা শতাব্দীর সেরা পোস্ট। আপনার কোনও লজ্জা নেই? রিচ পাওয়ার জন্য কিছু একটা ভুলভাল বলে দিলেই হল না?’ অপর একজন বলেন যে ‘সস্তার নেশা করেছেন।’ এক ভারতীয় নেটিজেন আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে রোহিতের ছবি পোস্ট করে শুধু হেসে গড়িয়ে ফেলার ইমোজি দিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *