Sealdah Train Crew Lobby: শিয়ালদায় এসি রুমে ঘুমোতে পারবেন ট্রেন চালকরা

Spread the love

ট্রেন চালকরা ঠিকঠাক বিশ্রাম নিতে পারেন না। তাঁদের ভালো করে ঘুমোনর মতো জায়গা নেই। এমন নানা ধরনের অভিযোগ ছিল এতদিন। তবে এবার আর সেসব অভিযোগ থাকছে না। এতদিনে টনক নড়ল রেল কর্তৃপক্ষের। শিয়ালদায় ট্রেন চালকদের জন্য় তৈরি হল আধুনিক বিশ্রাম কক্ষ। এতদিন কেবলমাত্র পাখার হাওয়া ছিল। এবার হল এসি রুম। সেখানেই বিশ্রাম নিতে পারবেন তাঁরা। এবার পূর্ব রেলের তরফে ৮টা কক্ষ করা হয়েছে চালকদের বিশ্রামের জন্য।

একটি কক্ষে দুটি করে বেড রয়েছে। ১৬টি বেড থাকছে পুরুষ চালকদের জন্য। আর মহিলা চালকদের জন্য় ৮টি বেড থাকবে। মনসংযোগ যাতে ঠিকঠাক থাকে সেকারণে বিশেষ ঘরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে যোগাভ্য়াস করতে পারবেন তাঁরা। বই পড়ার জন্য ব্যবস্থাও থাকছে।

অর্থাৎ আগে ট্রেন চালানোর আগে চালকরা বিশ্রাম নিতেন ডরমিটরিতে। সেখানে আরও অনেক ট্রেনের চালকরা এসে থাকতেন। আসা যাওয়া লেগেই থাকত। ভালো করে ঘুমোতেও পারতেন না চালকরা। আর সেই অবস্থাতেই তাঁদের যেতে হত ট্রেন চালাতে। ঘণ্টা পর ঘণ্টা ট্রেন চালানোর ধকল নিতে হত তাঁদের। কিন্তু সেই চালকদেরই বিশ্রাম যাতে যথাযথ হয় সেব্যাপারে হুঁশ ছিল না রেলের।

তবে উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার পরে এনিয়ে চালকদের একাংশ ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছিলেন। তারপরই এনিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করে রেল। এবার চালকদের জন্য তৈরি হল আধুনিক বিশ্রামাগার। কিন্তু এবার প্রশ্ন শিয়ালদা ডিভিশনে মাত্র এই কয়েকটি বেড কি পর্যাপ্ত চালকদের জন্য।

রান্নাঘরও একেবারে আধুনিক করা হয়েছে। চালকদের হাজিরার জন্য় রয়েছে বায়োমেট্রিক ব্যবস্থা। সেই সঙ্গেই চালকদের জন্য থাকছে অ্য়ালকোহল টেস্টের ব্যবস্থা। অর্থাৎ কোনও চালক ট্রেন চালানোর আগে মদ খেয়ে রয়েছেন কি না সেটা তাঁকে পরীক্ষা দিতে হবে। বিমানে যেমন পাইলটদের এই পরীক্ষা দিতে হয়।

ডিআরএম শিয়ালদা দীপক নিগম জানিয়েছেন, শিয়ালদা ডিভিশনের জন্য ক্রু বুকিং লবি করা হয়েছে। ৬০০ চালক ও ৪৫০ ট্রেন ম্যানেজার রয়েছেন। ডিউটি চার্জ নেওয়ার আগে সাইন ইন করবেন। এখান থেকেই তাঁরা কশান স্লিপ নেন। অ্যালকোহল চেকও হবে। নতুন কিছু সরঞ্জাম লাগানো হয়েছে। দু বেডের কিউবিকল করা হয়েছে। আগে ডরমিটরি ছিল। এবার পাইলট ও অ্যাসিস্ট্যান্ট পাইলট বিশ্রাম নেবেন সেখানে। তাঁরা মেডিটেশন করতে পারবেন। সেই সুযোগও থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *