বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই আধার অপরিহার্য। এই আধারেই একজনের বায়োমেট্রিক থেকে যাবতীয় তথ্য আছে। এহেন আধার সংক্রান্ত একটি বড় নিয়ম বদল করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রাইভেট সংস্থাগুলিও তাদের গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্যে আধার যাচাইকরণ বা অথেন্টিকেশন করতে পারবে। সম্প্রতি তথ্য-প্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, দেশের মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে এবং বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও সরল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে এই নয়া নিয়মের ফলে বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠানগুলো সহজেই গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে পারবে, ফলে নানা ধরনের জটিলতা কাটবে।
কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, আধার অথিন্টেকেশনের পরিসর বৃদ্ধির ফলে সরকারি দফতর বা প্রতিষ্ঠান থেকে বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাহকদের তথ্য নিয়ে সবচ্ছতা থাকবে। এর ফলে পরিষেবা প্রদানের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। উল্লেখ্য, আধার অথেন্টিফিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন ২০২৫-এর অধীনে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সরাকের বক্তব্য, এই নয়া নিয়মে সার্ভিস প্রোভাইডার এবং গ্রাহকের মধ্যে বিশ্বাসযোগ্য লেনদেনের যোগসূত্র স্থাপন হবে।
এর আগে সম্প্রতি বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, নতুন রূপে আসবে কেওয়াইসি সিস্টেম। এর ফলে কেওয়াইসি বা নো ইয়োর কাস্টমার প্রক্রিয়া আগের থেকে অনেকটাই সহজ হয়ে যাবে বলে দাবি করেছিলেন তিনি। এছাড়াও, কেওয়াইসি নাম নথিভুক্তকরণ থেকে তথ্য সংশোধনসহ নানা প্রক্রিয়া আরও সহজ করে দেওয়া হবে বলে জানানো হয়। সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রি অর্থাৎ ভোটার, আধার, প্যান কার্ড ইত্যাদির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা করা হয় এই বছরের বাজেট। কেওয়াইসি রেজিস্ট্রির পাশাপাশি তথ্য সুরক্ষার ব্য়াপারটাও তুলে ধরা হয়েছে বাজেটে।