AFC Challenge League 2025। ইস্টবেঙ্গলের লোগো বিতর্ক! 

Spread the love

East Bengal logo controversy in AFC: এএফসি-তে(Afc) ইস্টবেঙ্গলের(Eastbengal) পুরনো লোগো! নতুন বিতর্কে জড়িয়ে গেল লাল হলুদ। আসলে এএফসি চ্যালেঞ্জ লিগে এক অবাক করা ঘটনা দেখা দিয়েছে। ঘটনাটি এএফসি-র অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে জড়িত। বর্তমানে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে খেলছে ইস্টবেঙ্গল। সেই কারণে নিজেদের ওয়েবসাইটে ইস্টবেঙ্গলের লোগো দেওয়া রয়েছে। তবে সমস্যা এখানেই তৈরি হয়েছে। আসলে এএফসি ইস্টবেঙ্গলের যে লোগো ব্যবহার করা হয়েছে সেটি অনেক পুরনো। আসলে ‘SC East Bengal’ -এর লোগো ব্যবহার করা হয়েছে। যদিও বর্তমানে ইস্টবেঙ্গল ‘East Bengal FC’-র লোগো ব্যবহার করে থাকে। তাহলে কী করে এত বড় ভুল করল এএফসি?

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত গোল অক্ষত রাখতে পারেনি তারা। ম্যাচের একেবারে শেষ দিকে ন’মিনিটের মধ্যে পরপর দু’টি গোল হজম করে ইস্টবেঙ্গল। এর ফলে তুর্কমেনিস্তানের এফকে আর্কাদাগ জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা সুনিশ্চিত করে ফেলে। এর ফলে বেশ হতাশ ছিলেন লাল হলুদ সমর্থকেরা। তবে এর মাঝেই আরও একটি অস্বস্তির মুখোমুখি হয় ইস্টবেঙ্গল।

আসলে এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য এএফসি-র তরফ থেকে ইস্টবেঙ্গলের যে লোগোটি ব্যবহার করা হচ্ছে সেটি বহু দিন আগেকার। আসলে সেই সময়ে ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্ট যুক্ত ছিল। সেই সময়ে ইস্টবেঙ্গলের লোগোর উপরে ‘SC’ ব্যবহার করা হত। এবার ইস্টবেঙ্গলের সেই লোগো দেখা গেল এএফসি চ্যালেঞ্জ লিগে।

তবে শুধু ‘SC ইস্টবেঙ্গল’ নয়, লাল হলুদের নতুন লোগোও ব্যবহার করেছে এএফসি। এই বিষয়টি ইস্টবেঙ্গল ভক্তদের কাছে খুবই বিরক্তের হতে পারে। তবে ভক্তদের থেকেও কর্তাদের কাছে এই লোগো ব্যবহারটা আরও দৃষ্টিকটূ। কারণ ‘শ্রী সিমেন্ট’-র সঙ্গে ইস্টবেঙ্গলের যাত্রাটা খুব একটা সুখের হয়নি। তাছাড়া নতুন স্পনশরের সঙ্গে পথ চলা শুরু করেছে ইস্টবেঙ্গল, এই সময়ে যদি পুরনো লোগো ব্যবহার করা হয় তাহলে চাপে পড়তে পারে নতুন স্পনশর, এবং এর ফলে তারা ক্লাবকে আরও চাপ দিতে পারে। তবে এর মাঝে মাঝে মাঝে ইস্টবেঙ্গলের নতুন লোগোও ব্যবহার করেছে এএফসি।

এমনিতেই বর্তমান সময়টা ভালো যায়নি ইস্টবেঙ্গলের। আইএসএল ২০২৪-২৫ এ তারা ২৪টা ম্যাচের মধ্যে মাত্র ৮টি ম্যাচ জিতেছে এবং ১২টা ম্যাচে হেরেছে। এছাড়া চারটি ম্য়াচ ড্র করেছে তারা। ২৪ ম্য়াচের শেষে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে শেষ করেছে তারা। এছাড়াও এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে তুর্মেনিস্তানের এফকে আর্কাদাগের কাছে হারের পর দ্বিতীয় লেগেও হেরেছে তারা। এর মাঝেই এএফসি-র লোগো বিতর্ক আগুনে ঘি দেওয়ার কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *