হরিয়ানার পাঞ্চকুলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান। শুক্রবারের এই দুর্ঘটনার জেরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ঘটনার জেরে অক্ষত রয়েছেন পাইলট। তিনি নিরাপদে বিপদ থেকে বেরিয়ে এসেছেন। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কোনও প্রযুক্তিগত সমস্যার জেরে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে।
জানা যাচ্ছে, মাঝ আকাশে এই যুদ্ধবিমানে সওয়ার হতেই পাইলট আঁচ করতে পারেন বিমানে প্রযুক্তিগত কোনও সমস্যা রয়েছে। তখনই তিনি সচেতন হন। আর তা বুঝতে পেরেই তিনি বসতি এলাকা থেকে বায়ু সেনার ওই বিমান নিয়ে খানিক দূরত্বে এগোতে থাকেন। তারপরই এই ভেঙে পড়ার ঘটনা ঘটে যায়।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, আপাতত ওই পাইলটকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়ুসেনার তরফে বলা হয়েছে,’ পাইলট বিমানটিকে মাটিতে থাকা যেকোনো জনবসতি থেকে দূরে সরিয়ে নিরাপদে বেরিয়ে আসেন। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য ভারতীয় বায়ুসেনা তদন্তের নির্দেশ দিয়েছে।’ জানা যাচ্ছে, ভারতীয় সেনার জাগুয়ার যুদ্ধবিমান একটি রুটিন ট্রেনিংয়ের সময় ভেঙে পড়ে।
উল্লেখ্য, হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে জাগুয়ারের স্কোয়াড্রন রয়েছে। সঙ্গে রয়েছে রাফালে। ভারতীয় বায়ুসেনার অন্যতম পুরনো বায়ুসেনার বিমানঘাঁটি এইটি। প্রসঙ্গত, শুক্রবার জাগুয়ার যুদ্ধবিমানের ভেঙে পড়া ছাড়াও, এর আগে, সদ্য গত মাসেই একটচি মিরাজ ২০০০ যুদ্ধ বিমানও মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে ভেঙে পড়ে। সেটিও রুটিন ট্রেনিং-এর সময়ই ভেঙে পড়ে। সেই সময়ও যদিও ২ জন পাইলটই নিরাপদে বেরিয়ে আসেন। ২০২৪ সালের নভেম্বরে, একটি মিগ-২৯ যুদ্ধবিমান উত্তর প্রদেশের আগ্রার কাছে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় কারিগরিগত ত্রুটির কারণে একটি মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় পাইলট নিজেকে নিরাপদে বের করে আনেন।