Akshay Kumar। ইভেন্টে সাদা পোশাকে ভাগ্নির সঙ্গে পোজ দিলেন অক্ষয়

Spread the love

HT ইন্ডিয়ার মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেখা, ফারান আখতার, দিয়া মির্জা, অভিষেক বচ্চন সহ একাধিক তারকা। অনুষ্ঠানে ভাগ্নি সিমার ভাটিয়ার সঙ্গে উপস্থিত থাকতে দেখা গেল বলিউড তারকা অক্ষয় কুমারকেও।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সামনে এসেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাদা শার্ট, প্যান্ট, ক্রিম রঙের ব্লেজার এবং একটি কালো – বাদামী রঙের জুতো পরে রয়েছেন অক্ষয়। চোখে ছিল সানগ্লাস।

ভিডিয়োয় আরও দেখা যাচ্ছে, ভাগ্নি সিমারের হাত ধরে সিঁড়ি দিয়ে হেঁটে আসতে দেখা যায় অক্ষয়কে। মামার সঙ্গে ম্যাচিং করে সিমার পরেছিলেন একটি সাদা রঙের গাউন, সঙ্গে সাদা রঙের সিল্কের ওড়না, পায়ে ছিল একটি শ্বেতশুভ্র হিল জুতো।

সিঁড়ি দিয়ে নেমে যাওয়া হোক বা ছবি শিকারীদের সামনে পোজ দিয়ে ছবি তোলা, গোটা সময়টা মামার হাত ধরেই ছিলেন ভাগ্নি। ভিডিয়ো দেখলেই বোঝা যায়, বলিউড ইন্ডাস্ট্রিতে ভাগ্নির প্রবেশ পথ যেন মসৃণ হয়, তার জন্য সর্বোত্তম চেষ্টা করছেন মামা।

চলতি বছর মুক্তি পেতে চলেছে ‘ইক্কিস’। শ্রীরাম রাগবান পরিচালিত এই সিনেমাটি সর্বকনিষ্ঠ পরম বীর চক্র বিজয়ী করুন ক্ষেত্রপালের জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই সিনেমায় সিমার ছাড়াও অভিনয় করবেন ধর্মেন্দ্র, অগস্থ্য নন্দা, সিকান্দার খের সহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন দীনেশ ভিজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *