Amitabh Bachchan। ট্রেন্ডে গা ভাসালেন অমিতাভ

Spread the love

হাওয়াও মিয়াজাকি হলেন এই বিশেষ ধরনের অ্যানিমেশন আর্টের সৃষ্টিকর্তা। যে কোনও ছবিকে কার্টুন চরিত্রে বদলে ফেলা যায় এই আর্টের মাধ্যমে। যদিও সৃষ্টিকর্তা নিজেই এই ধরনের কাজকর্ম পছন্দ করতেন না কারণ তিনি মনে করতেন এতে জীবনকে অপমান করা হয়। এবার এই দলে নাম লেখালেন বিগ বি। বেশ কয়েকটি ছবিকে দিলেন কার্টুনের রূপ।

তবে সৃষ্টিকর্তা যতই নারাজ হন না কেন, সারা বিশ্বের মানুষ এখন ঘিবলি আর্ট নিয়ে বেজায় ব্যস্ত। ছোট হোক বা বড়, যে কোনও বয়সের যে কোনও মানুষকে মিষ্টি কার্টুনের চেহারা দিতে ঘিবলি আর্টের শরণাপন্ন হচ্ছেন সকলে।

শুধু সাধারণ মানুষ নয়, একাধিক তারকাও এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। বেশ কয়েকটি সিনেমার ছবিও দেখা গেছে কার্টুনের আঙ্গিকে তৈরি করতে। ৭০ থেকে ৯০ দশক, এমনকি নতুন কিছু সিনেমাকেও দেখা গেছে এই কার্টুন রূপ দিতে।

এবার এই তালিকায় নাম লেখালেন স্বয়ং অমিতাভ বচ্চন। সবাইকে ট্রেন্ডে গা ভাসাতে দেখে তিনি নিজেও আর সামলাতে পারলেন না লোভ। করে ফেললেন ছবি পোস্ট।সুপরিচিত ফ্যান মোমেন্ট থেকে শুরু করে ব্যক্তিগত কিছু মুহূর্ত, সবকিছুই তিনি পাল্টে ফেলেছেন AI ছবিতে। একটি ছবিতে আবার তাঁকে মন দিয়ে আঁকতেও দেখা গেছে।তবে ঘিবলি-স্টাইলে এই ছবিগুলি বানানো হলেও এগুলি অন্য আর পাঁচটা ছবির থেকে একেবারেই আলাদা, কারণ এই ছবিগুলিতে অমিতাভের ব্যক্তিত্ব খুব ভালোভাবে প্রকাশ পেয়েছে।

ভক্তদের সামনে তিনি ঠিক যেভাবে হাতজোড় করে দাঁড়ান, যেভাবে সাক্ষাৎ দেন ভক্তদের, কার্টুন ছবিতেও ঠিক তেমনভাবেই দেখা গেছে তাঁকে। অমিতাভের এই ঘিবলি অ্যালবাম দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *