‘প্যয়র কিয়া ডো ডরনা কেয়া’! এনগেজমেন্টের রাতে একে-অপরের ঠোঁটে ঠোঁট ডোবালেন অনন্যা গুহ(Ananya Guha) ও সুকান্ত কুণ্ডু(Sukanta Kundu)। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁদের আদর মাখা মুহূর্ত।
২৫ ফেব্রুয়ারি দুই বাড়ির উপস্থিতিতে বাগদান সারেন অনন্যা-সুকান্ত। সেদিন তাঁদের সকালে হয় তাঁদের আশীর্বাদ, আর বিকেলে তাঁরা আংটি বদল সারেন। আর তারপরই একে অপরেকে ভালোবাসায় ভরিয়ে দেন। তাঁদের সেই ভালোবাসা ভরা মুহূর্তের ভিডিয়ো বুধবার ইনস্টাগ্রামে শেয়ার করে নেন সুকান্ত।
ভিডিয়োয় দেখা গিয়েছে তাঁদের কাছে বন্ধু-বান্ধব যেমন, প্রেরণা ভট্টাচার্য, সায়ক চক্রবর্তী সহ আরও অনেকে এক এক করে সরে যাচ্ছেন। আর সবার পিছনে একসঙ্গে দাঁড়িয়ে অনন্যা-সুকান্ত। সবাই সরে যেতেই ক্যামেরার সামনে একে অপরের ঠোঁটে চুমু আঁকলেন তারকা জুটি। ভিডিয়োটি পোস্ট করে সুকান্ত ক্যাপশন লেখেন, ‘এখন তুমি কনেকে চুমু খেতে পারো।’
তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্য আসতেই বেশ কিছু নেটিজেন নানা বিরূপ মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘তোমাদের দুজনকে আমি খুব পছন্দ করি। কিন্তু তোমরা দু’জন যেটা করলে এটা আমার কাছে খুব অপ্রত্যাশিত ছিল।’ আর একজন লেখেন, ‘ছিঃ, বাঙালি সংস্কৃতির অধঃপতন শুরু হয়ে গেছে। বাঙালি সংস্কৃতি বাদ দিয়ে বিদেশি সংস্কৃতি চর্চা করলে বাঙালি সংস্কৃতি একদিন বিলুপ্ত হয়ে যাবে।’
তবে এই ধরনের বিরূপ মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন অনন্যা-সুকান্তর অনুরাগীরাই। একজন লেখেন, ‘কোনও বলিউড অভিনেতা বা অভিনেত্রী চুমু খেলে কারুর সমস্যা হয় না। কিন্তু কোনও টলিউডের অভিনেতা-অভিনেত্রী চুমু খেলে সেটা লজ্জার! এখানকার এই হাল।’ আর একজন বেশ বিরক্ত হয়েই লেখেন, ‘নিজের বৌ কে চুমু খাওয়াটা কিন্তু ভীষণ ডাউনমার্কেট ব্যাপার। অন্যের বৌকে চুমু খেলে তবে না আউট অফ দা বক্স ব্যাপার হবে। লোকের কমেন্ট দেখে হাসবো না কাঁদবো বুঝি না বাপু। যাঁর বৌ, যাঁর বর তাঁদের পাবলিক ফোরামে সমস্যা নেই চুমু খেতে , আর এদিকে আপনাদের সমস্যার শেষ নেই। এতো সমস্যা যখন হয় চোখ বন্ধ করে থাকুন, নয় স্ক্রল করে বেরিয়ে যান। দেখতেও হবে না আর ফালতু কমেন্টও করতে হবে না। বিদেয় হোন তো, যত আগাছার দল।’
প্রসঙ্গত, বহু টলিউড তারকার উপস্থিতিতে একেবারে ধুমধাম করে শুভ কাজ সারেন তাঁরা। দু’জনেই ডেইলি ভ্লগিং করেন তাঁরা। ফলে তাঁদের এনগেজমেন্টের সাজ থেকে উপহার, সবটাই ভিডিয়োর মাধ্যমে দেখা গিয়েছে।