Anmol Bishnoi। বাবা সিদ্দিকির হত্যা সহ বহু হাইপ্রোফাইল কেসে অভিযুক্ত! 

Spread the love

২০২২ সালে পঞ্জাবের বিখ্যাত গায় সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ড, সদ্য চলতি বছরে বাবা সিদ্দিকির খুন সহ একাধিক হাইপ্রোফাইল কেসে অভিযুক্ত লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল। পর পর কেসে অভিযুক্ত আনমোলকে আমেরিকায় আটক করা হয়েছে বলে খবর। সদ্য বলিউড সুপারস্টার সলমান খানের বাড়ির সামনে গুলি চালনার মতো ঘটনায় নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। সেই গ্যাংয়ের নেতা লরেন্সের ভাই আনমোল। তাকে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

গত মাসে, মুম্বইতে সলমান খান ঘনিষ্ঠ তথা এনসিপি নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যা সহ দেশের নানান বড়সড় অপরাধের কেসে নাম জড়িয়েছে আনমোলের। জানা গিয়েছে, আনমোলকে হেফজতে নিয়েছে আমেরিকার পুলিশ। সদ্য মুম্বইতে এক কোর্টে আনমোলের নামে জামিন অযোগ্য় ধারায় গ্রেফতারির পরোয়ানা জারি করে। এদিকে, মুম্বই পুলিশ আনমোলকে হন্যে হয়ে খুঁজছিল। তার প্রত্যর্পণের জন্য উদ্যোগও নিতে শুরু করেছিল মুম্বই পুলিশ। তার মাঝেই এল আনমোলকে ঘিরে এই বড় খবর। মনে করা হচ্ছিল, অনমোল কানাডায় রয়েছে। তবে তাকে গ্রেফতার করা হয়েছে আমেরিকায়। গত মাসেই এনআইএ ও ভারতের ‘অ্যান্টি টেরর এজেন্সি’ আনমোলকে ‘মোস্ট  ওয়ান্টেড’র তালিকায় রাখে। আনমোলের গ্রেফতারিতে যিনি সাহায্য করবেন তাঁকর জন্য ১০ লাখ টাকার পুরস্কারও ঘোষিত হয়। এনআইএর আওতায় আনমোলের নামে ২ টি কেস রয়েছে। এছাড়াও ১৮ টি মামলায় আনমোল অপরাধে অভিযুক্ত। এমন অপরাধীর আটক হওয়া ভারতের এজেন্সির জন্য নিঃসন্দেহে বড় খবর। 

এদিকে, দানা যাচ্ছিল, শ্রদ্ধা ওয়াকার কেসের অভিযুক্ত আফতাব পুনাওয়ালাও বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে রয়েছে। উল্লেখ্য, কিছু সময় আগে, দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারকে হত্যা করে তাঁর দেহ টুকরো করে ফেলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত আফতাব। ২০২২ সালের সেই ঘটনায় অভিযুক্তকে হিটলিস্টে রাখে বিষ্ণোই গ্যাং। আনমোলের দাদা, লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে রয়েছে বহু অভিযোগ। নানান অপরাধ, মাদক পাচার সহ বিভিন্ন অভিযোগে, লরেন্স গুজরাটের জেলে বন্দি। এর আগে, বিষ্ণোই গ্যাং নিয়ে কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব পড়ে। এদিকে, আমেরিকায় আনমোলের আটক হওয়া সেই ঘটনাতেও তাৎপর্য রাখছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *