Army Jawan Shot Dead। খুনের মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন! গুলি করে খুন করা হল সেই সেনা জওয়ানকে

Spread the love

উত্তর প্রদেশের সাহারানপুরে একটি হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন। সেকারণেই ছুটিতে এসেছিলেন তিনি।সেই সময় এক সেনা জওয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে।

মৃতের নাম বিক্রান্ত গুর্জর (২৭)।  মুদিখেড়ি গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি জম্মু ও কাশ্মীরে পোস্টিং ছিলেন। মামলায় সাক্ষ্য দিতে চার দিনের ছুটিতে মঙ্গলবার বাড়ি এসেছিলেন বিক্রান্ত। সাক্ষ্য দেওয়ার দুদিনের মধ্য়েই গুলি করে খুন করা হল তাঁকে। 

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে খবর। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে। 

বিক্রান্তের পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতের খাবারের পর তিনি হাঁটতে বেরিয়েছিলেন, কিন্তু ফিরে না আসায় তাঁরা ফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন জানান, বৃহস্পতিবার ভোরে রাস্তার ধারে মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখে কয়েকজন গ্রামবাসী পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

পরিবার জানিয়েছে, চার বছর আগে খুন হয়েছিল ওই সেনা জওয়ানের খুড়তুতো ভাই। সেই রজতের খুনের মূল সাক্ষী ছিলেন তিনি( সেনা জওয়ান)।

এ ঘটনায় পুলিশ এখনও আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রামে রয়েছেন এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্রের খবর, রাত সাড়ে আটটা নাগাদ হাঁটতে বেরিয়েছিলেন ওই সেনা জওয়ান। কিন্তু আর ফেরেননি। এরপর বাড়ি থেকে প্রায় ৩০০মিটার দূরে গ্রামবাসীরা তাঁর দেহ দেখতে পান। তার শরীরে গুলির ক্ষত ছিল। একটি তার মাথায় লাগে অপরটি তার বুকে লাগে। স্থানীয় বাসিন্দা দেবেন্দ্র সিংয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। 

ওই সেনা জওয়ানের ভাই জানিয়েছেন, দেবেন্দ্র দাদাকে বলেছিল সাক্ষী না দিতে। এমনকী ৪ লাখ টাকা দিতে চেয়েছিল। কিন্তু দাদা নিতে চায়নি। বিক্রান্তের মা জানিয়েছেন, আমার ছেলে সত্যের পাশে ছিল। সেকারণেই তাকে খুন করা হল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *